Advertisement
Us Bangla Airlines
বিপিএলে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন অজি ব্যাটার

বিপিএলে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন অজি ব্যাটার

খেলা ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯

আন্তর্জাতিক ক্রিকেটে কখনো সুযোগ পাননি উইলিয়াম বোসিস্টো। ঘরোয়া লিগে খেলেছেন ১১টি টি-টোয়েন্টি। ১৪.৫৭ গড়ে করেছেন ১০২ রান, স্ট্রাইক রেট ৯৭.১৪। বিশ ওভারের ক্রিকেটে একজন ওপেনার এত বাজে পরিসংখ্যান মোটেও মানানসই নয়। তবুও এমন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বিপিএলের খুলনা টাইগার্স দল। তবে বাংলাদেশে এসে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেয়েছেন এ ব্যাটার।

বিপিএলে খুলনার জার্সিতে প্রথম খেলতে নামা উইলিয়াম বোসিস্টো করেছেন অপরাজিত ৭৫ রান। আট বাউন্ডারির বিপরীতে ৩ ছক্কা হাঁকিয়েছেন এ ব্যাটার। স্ট্রাইক রেট ১৫০। খুলনার জার্সিতে খেলার আগে টি-টোয়েন্টিতে এ ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৩৬ রান। তবে বিপিএলে এসেই রেকর্ড রান করলেন এ ডানহাতি।

বোসিস্টোর ৭৫ রানে ভর করে বড় পুঁজি পেয়েছে খুলনা টাইগার্স। চিটাগং কিংসকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছে মিরাজের দল। বড় রানের পাশাপাশি অস্ট্রেলিয়ান এ ব্যাটারের পাশাপাশি অবদান রয়েছে মাহিদুল অঙ্কনের। ২২ বলে ৫৯ রান করেছেন এ ব্যাটার। যা চলতি আসরের দ্রুততম অর্ধশতক। একইসাথে মাহিদুল অঙ্কনের ক্যারিয়ারের দ্রুততম ফিফটি। 

এর আগে টি-টোয়েন্টিতে বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্টে খেলেছেন এ অস্ট্রেলিয়ান ব্যাটার। ২০১৮ এবং ২০১৯ আসরে বিগ ব্যাশে খেলা এ ডানহাতি পরবর্তীতে আর কোন স্বীকৃত টি-টোয়েন্টি খেলেননি। তবে বিপিএল দিয়ে দীর্ঘদিন পর কুড়ি ওভারের ক্রিকেটে নেমে বাজিমাত করলেন অজি যুবা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

এমআই