
বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন, নেই বুমরা-সিরাজ
খেলা ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৮
আরেকটি বছরের সমাপ্ত লগ্নে সমগ্র বিশ্ব। বিদায়ের আগে সারা বছরের উত্থান-পতনের হিসাব কষতে ব্যস্ত সবাই। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে ক্রীড়াঙ্গনেও চলছে সামগ্রিক আলোচনা। বছরজুড়ে দারুণ পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যেখানে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট-ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ছিলেন তাসকিন। আন্তর্জাতিক ক্রিকেটে ডানহাতি এ বোলার চলতি বছরে উইকেট নিয়েছেন ২৪০টি, এর ৬৩টিই এ বছর। তবে ৫০ ওভার ক্রিকেটে সাত ম্যাচ খেলা তাসকিনের উইকেট সংখ্যা ১৪টি, গড় ২৩.৯। তাতেই বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন এ বোলার।
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 30, 2024
তাসকিন ছাড়াও ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন আরও চার শ্রীলঙ্কান ক্রিকেটার। আফগানিস্তান থেকে আছেন তিনজন। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন করে। তবে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল খেলা অস্ট্রেলিয়া, ভারতের কেউ নেই ক্রিকইনফোর সেরা একাদশে।
এমনকি বিশ্ব ক্রিকেটে ব্যাটারদের শাসন করে বেড়ানো বুমরা-সিরাজ জায়গা পাননি ক্রিকইনফোর বর্ষসেরা তালিকায়। যদিও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বুমরা বর্তমানে ৭ এবং সিরাজ ৮ম স্থানে অবস্থান করছেন। এছাড়া ব্যাটিং তালিকার সেরা পাঁচে থাকা রোহিত, গিল এবং বিরাট কোহলির পারফরম্যান্স মনে ধরেনি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের।
বর্ষসেরা ওয়ানডে একাদশ
পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।
এমআই