
১২ বলে ওভার, ১ বলে ১৫ রান খরচের বিশ্বরেকর্ড!
খেলা ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
ব্যাটিংয়ে ২০৩ রানের বড় সংগ্রহের পর বল হাতে প্রথম বলেই উইকেট তুলেছিলেন খুলনা টাইগার্সের পেসার ওশান থমাস। কিন্তু মিরাজদের সম্মিলিত উদযাপনের পর নো বল ডাকলেন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ। নিমিষেই থেমে গেল টাইগার্সের আনন্দের রেশ। তবে আনন্দের মাঝে বিষাদের ছায়া আরও দীর্ঘ করলেন দীর্ঘদেহী ক্যারিবিয়ান বোলার।
একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান। এমনকি ওভারের বৈধ প্রথম দুই বল করতে হাত ঘুরাতে হয়েছে ৭ বার। তাতে প্রথম ওভার শেষ করতে মোট ১২টি বল করতে হয়েছে ওশান থমাসের। এত বল করে বল ব্যয়ের রেকর্ডে শীর্ষে না ওঠলেও রান খরচে লজ্জার রেকর্ড গড়েছেন এ ক্যারিবিয়ান। ম্যাচের প্রথম বলে ১৫ রান বিলিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
লজ্জার রেকর্ড গড়তে জিম্বাবুয়ের বোলার সিকান্দার রাজাকে টপকেছেন থমাস। চলতি বছর ভারতের বিপক্ষে ১ বলে ১৩ রান বিলিয়েছেন জিম্বাবুইয়ান গ্রেট। ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল রাজার প্রথম দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ১৩ রান নিয়েছেন। যেখানে প্রথম বল ছিল নো বল। জয়সওয়ালের পর এবার রেকর্ডের শীর্ষে ওঠেছেন নাইম ইসলাম। স্বীকৃত টি-টোয়েন্টিতে থমাসের ১ বলে ১৫ রান নিয়ে তাকে লজ্জার রেকর্ডে ডুবিয়েছেন ৩৮ বছর বয়সী এ ব্যাটার।
নাইম ইসলামের বিপক্ষে ওশান থমাস ইনিংসের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। তবে সেটায় ক্যাচ লুফে নেন তিনি। সেটা ছিল নো-বল। ফ্রি হিটের পরের বলে ছিল ডট। সেটা ছিল লিগ্যাল ডেলিভারি। এরপরেই আসে ওশান থমাসের লিগ্যাল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম। নো বলে ৬ রান হজম করেছেন তিনি। এরপর দুই ওয়াইড বল। পরে আবার নো বলে হজম করেছেন ৪ রান। ততক্ষণে চলে এসেছে ১৪ রান। স্কোরবোর্ডে ১ বলের পাশে ১৫ রান।
শেষ পর্যন্ত বৈধ বল ওশান থমাস করেছেন। সেটায় ছিল ডট। তারপর ফের একটা নো-বল। সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইম। দ্বিতীয়বার জীবন পান ওই এক ওভারেই। ফ্রি-হিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।
পুরো ওভার শেষ করতে ওশান থমাসের করতে হয়েছে মোট ১২ বল। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ওভার শেষ করতে ১২ বল করেছেন পাঁচজন বোলার। সবশেষ নামটি ওশান থমাস। তবে বিশ ওভারের ক্রিকেটে এটি দীর্ঘতম ওভার নয়। এর আগে চারজন বোলার একটি বৈধ ওভার শেষ করতে ১৩ বা তার বেশি বল খরচ করেছেন।
চলতি বছরেই জাপানের বিপক্ষে দীর্ঘতম ওভারটি করেছেন মঙ্গোলিয়ার বোলার লুভসানজুন্দাই এরডেনেবুলগান। সাত ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির প্রথম ওভারে ১৪টি বল করেছেন এ বোলার। ৬টি ওয়াইড আর ২ নো বলে সেই ওভারে ২০ রান খরচ করেছেন তিনি।
এমআই