Advertisement
Us Bangla Airlines
১৭ বছর পর এমন হার দেখল বাংলাদেশ

১৭ বছর পর এমন হার দেখল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৪ জুলাই ২০২৫, ২১:৫১

পাকিস্তানকে ওয়ানডে ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে সেই সুযোগটা পাওয়া গেলেও হাতছাড়া করেছে লিটনের দল। মিরপুরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটাতে ৭৪ রানে হেরেছে। পাকিস্তানের বিপক্ষে প্রায় ১৭ বছর পর এত বড় ব্যবধানে পরাজয় বরণ করলো বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ২০০৮ সালে ১০২ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে কখনোই ৬০ রান বা তার বেশি ব্যবধানে হারেনি টাইগাররা। তবে মিরপুরে আজ (বৃহস্পতিবার) ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০৪ রানে সব উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৭৪ রানে হেরে মাঠ ছাড়ে লিটনের দল।

এদিন টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইতোমধ্যে সিরিজ জেতা টাইগাররা আজ ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে। বিপরীতে পাকিস্তানের একাদশে আসে ২ পরিবর্তন। ওপেনার শাহিবজাদাকে ফিরিয়ে বড় চমক দেখিয়েছে পাকিস্তান। সুযোগ পেয়েই ফিফটি করে বসেন এই ডানহাতি ব্যাটার।

আউট হওয়ার আগে ৪১ বলে ৬৩ রান করেন শাহিবজাদা। পাশাপাশি হাসান নাওয়াজের ৩৩, মোহাম্মদ নাওয়াজের ২৭ রানের ঝড়ো ইনিংসে ১৭৮ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। টাইগারদের হয়ে ৩টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া নাসুম ২টি, সাইফউদ্দিন-শরীফুল একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। এরপর টপাটপ উইকেট হারাতে থাকে লাল-সবুজের দল। দলীয় ৩৪ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে ম্যাচের ফলাফল এক প্রকার নির্ধারণ করে বসে লিটন দাসরা। তামিম শূন্য রানে ফেরার পর লিটন ৮ ও মিরাজ ৯ রান করে ফিরেছেন।

এরপর জাকের আলী ১, শেখ মাহেদী শূন্য ও শামীম পাটোয়ারী ৫ রানে আউট হওয়ায় বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহের (৭০) রেকর্ড ভাঙার শঙ্কাও জেগেছিল। মাত্র ১০ রান করে ওপেনার নাইম আউট হলে সেই সম্ভাবনা আরও ঘোরতর হয়। তবে সাইফউদ্দিনের ৩৪ বলে অপরাজিত ৩৫ রান বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে।

ম্যাচের ১৭তম ওভারের বোলারের মাথার ওপর দিয়ে খেলতে নিয়ে লং অনে ক্যাচ দেন শরীফুল ইসলাম। তাতে ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও আগের দুই ম্যাচ জিতেছিল লিটনরা। ফলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ না করা গেলেও সিরিজ বাংলাদেশেরই থাকছে।

এমআই