
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১৬:৩৪
আন্তর্জাতিক ক্রিকেটে গেল এক বছর ধরে বাজে সময় কাটিয়েছে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে পরাজয় হজম করেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাই হওয়ার শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট-ওয়ানডেতে হার দেখেছে মিরাজ-শান্তরা। তবে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লাল-সবুজের দল। এমনকি দ্বীপ রাষ্ট্রটিতে প্রথমবারের মতো কোনো সিরিজে জয় পেয়েছিল টাইগাররা। শ্রীলঙ্কার সুখস্মৃতি দেশের মাটিতেও অব্যাহত রেখেছে লিটনের দল। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথম সিরিজ জয় পেয়েছে লাল-সবুজের দল। সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই ম্যাচ শুরু হবে। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই নতুন রেকর্ডে নাম লেখাবে লিটন দাসের দল।
বিশ ওভারের ক্রিকেটে একাধিক ম্যাচের সিরিজে পাকিস্তানকে মাত্র দুই দল হোয়াইটওয়াশ করেছিল। ২০১৯ সালে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০২৪ সালে। সেবার অস্ট্রেলিয়ার মাঠে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান।
মিরপুরে আজ বাংলাদেশ জিতলেই তৃতীয় দেশ হিসেবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে লিটনের দল। ঢাকার এই ভেন্যুতে ২০১৫ সালে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টিতে সফরকারীদের ধবলধোলাই করার পালা।
এদিকে টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে তিনবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০১২ সালে আয়ারল্যান্ড, ২০২৩ সালে ইংল্যান্ড ও ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিপাক্ষিক সিরিজে ধবলধোলাই করেছিল টাইগাররা। ইংল্যান্ডকে ঘরের মাঠে এবং আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজকে তাদের ভেন্যুতে হারিয়েছিল বাংলাদেশ।
এমআই