Advertisement
Us Bangla Airlines
হামজাদের ম্যাচ নিয়ে যা বললেন লিটন দাস

হামজাদের ম্যাচ নিয়ে যা বললেন লিটন দাস

খেলা ডেস্ক

০৫ জুন ২০২৫, ১৫:০৩

এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চূড়ান্ত ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে গতকাল ভুটানের বিপক্ষে খেলেছে হামজা-ফাহামিদুলরা। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে ভুটানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

হামজা এবং সোহেল রানার গোলে সফরকারীদের ২-০ ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। নিজেদের মাঠে ভুটানকে পেয়ে প্রস্তুতির ষোলকোলাই যেন পূর্ণ করেছে বাংলাদেশ দল। ফুটবল দলের এমন পরিবর্তনে দর্শকদের আগ্রহও বেড়েছে কয়েক গুণ।

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতেই গেইট ভেঙে স্টেডিয়ামে ঢুকেছে বাংলাদেশি সমর্থকেরা। এমনকি টিকিট না পাওয়ার আক্ষেপ ঝরেছে দর্শকদের কণ্ঠে। দেশের ফুটবল নিয়ে শেষ কবে দর্শকদের এমন আগ্রহ দেখা গিয়েছিল, তা হয়তো বাফুফেও মনে করতে পারবে না।

জাতীয় স্টেডিয়ামের গ্যালারি জুড়ে স্বাগতিক দর্শকদের গর্জনের সামনে ভুটানকে রীতিমতো অসহায় লেগেছে। এমনকি বাংলাদেশি ফুটবলারদের পাস এবং বল দখলের এমন দক্ষতা দেখে অবাক হয়েছেন ভুটানের কোচ। হামজার প্রত্যাবর্তনের পর বাংলাদেশের পরিবর্তনের কথা উল্লেখ করেছেন তিনি।

দেশের ফুটবলের এমন প্রত্যাবর্তন মনে ধরেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল ম্যাচ শেষে তিনি লিখেছেন, ‘এই দলটার অনেক প্রতিশ্রুতি, অনেক প্যাশন আছে। বাংলাদেশ ফুটবলের জন্য অনেক গৌরবের মুহূর্ত আসছে।’

ভুটানের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে দারুণ এক গোল করেন হামজা চৌধুরী। এরপর ৪৮ মিনিটে দূরপাল্লার শটে দারুণ গোল করেন সোহেল রানা। হামজা-সোহেলের প্রশংসা করে লিটন লিখেছেন, ‘আজকের (গতকাল) ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। হামজা চৌধুরী ও সোহেল রানাকে গোল করতে দেখা সত্যিই চমৎকার।’

এমআই