
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৫, ২১:০৩
ভুটানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। মাত্র ৬ মিনিটের মাথায় গোলের দেখা পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ভুটানের বিপক্ষে প্রথম গোলটি করেন দেশের সবচেয়ে আলোচিত ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে এ ফুটবলার দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন।
হামজার গোলে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে হ্যাভিয়ের কাবরেরা দল। হামজা, কাজেম শাহ ও জামালকে বসিয়ে লাইন আপের পরীক্ষা করান এই স্প্যানিশ কোচ। তবে পরিবর্তনটা বেশ কাজে লেগেছে বাংলাদেশের।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে মাত্র তিন মিনিটের মাথায় গোল পায় কাবরেরার শিষ্যরা। ম্যাচের ৪৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লম্বা শটে গোল দেন মিডফিল্ডার সোহেল রানা। এরপর বাকি সময় ভুটান-বাংলাদেশ আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোনো দল।
সবমিলিয়ে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের মহড়া দিয়েছেন কোচ কাবরেরা। ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, কাজেম শাহ এবং ফাহামিদুল ইসলাম। দেশের মাটিতে কাজেম-হামজার প্রথম এবং ফাহামিদুলের বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ ছিল।
ম্যাচের ৫৯ মিনিটে ইতালিয়ান প্রবাসী ফাহামিদুলকে তুলে নেন কাবরেরা। তবে মাঠে যতক্ষণ ছিলেন, প্রতিপক্ষের রক্ষণভাগে কাঁপন ধরিয়েছেন এই ফরোয়ার্ড। দুর্দান্ত পাস আর ট্যাকেলে সতীর্থদের একাধিকবার গোল করার সুযোগও করে দিয়েছেন এ তরুণ ফুটবলার। যদিও সেটা কাজে লাগাতে পারেনি রাকিব-জামালরা।
ভুটানের তুলনায় বাংলাদেশ পুরো ম্যাচে এগিয়ে থাকলেও রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট ছিল। দ্বিতীয়ার্ধে হামজাকে তুলে নেওয়ার পর বাংলাদেশ প্রান্তে একাধিকবার আক্রমণ করেছে ভুটান। অন্যদিকে, মিডফিল্ডার থেকে বড় সহযোগিতা পেলেও ফিনিশিংয়ের অভাবে একাধিক গোল মিস করেছে বাংলাদেশ।
প্রথমার্ধে তিনটি পরিষ্কার সুযোগ পেয়েও হাতছাড়া করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে, ম্যাচের ৫১ মিনিটে গোলকিপারকে পাস কাটিয়ে খালি পোস্টে গোল করতে পারেননি ফরোয়ার্ড রাকিব। প্রীতি ম্যাচ হওয়ায় ম্যাচে পাঁচজনের বেশি রদবদল করেন কোচ কাবরেরা।
প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় কাটানো আলামিনের অভিষেক এ ম্যাচে। পুলিশের হয়ে খেলা এ ফুটবলার ভারতের ম্যাচে স্কোয়াডে থাকলেও দলে সুযোগ পাননি। ভুটানের বিপক্ষে অভিষেক হলেও বলার মতো কিছু করতে পারেননি তিনি। বদলি হিসেবে নামা মোরসালিনও পুরনো ফর্মে ছিলেন না।
অন্যদিকে খেলার ধারার অনেকটা বিপরীতে ৭৬ মিনিটে গোল প্রায় হজমই করে ফেলেছিল বাংলাদেশ। কর্নার থেকে আসা বল অনেকটাই ফাঁকায় পেয়ে যান সেলটব দর্জি। তবে হেড থাকেনি লক্ষ্যে। ২-০ গোলের লিড অক্ষুন্ন থাকে বাংলাদেশের।
ম্যাচের শেষদিকে বাংলাদেশের দুশ্চিন্তা খানিক বাড়িয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার সাদউদ্দিন। ইনজুরিতে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করেই। আগেই খেলোয়াড় বদলের কোটা শেষ হওয়ায় শেষ কয়েকমিনিট বাংলাদেশ খেলেছে ১০ জন নিয়ে। শেষ মিনিটে মিতুল মারমাকে বড় পরীক্ষা দিতে হলেও এ যাত্রায় পাস করে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।
এমআই