Advertisement
Us Bangla Airlines
টিকিট পাননি বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি আমিনুল

টিকিট পাননি বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি আমিনুল

খেলা ডেস্ক

০৩ জুন ২০২৫, ২১:৩৫

আমিনুল হককে বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি না বললে ভুলই হবে। এককালে দেশের ফুটবলের যখন যশ-খ্যাতি ছিল, তখন সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হতেন আমিনুল ইসলাম। গোলপোস্টের দুভের্দ্য প্রহরী এই গোলরক্ষক এককালে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাবও পেয়েছিলেন।

বাংলাদেশ ফুটবলের সবশেষ বড় সাফল্যও এসেছে এই কিংবদন্তির হাত ধরে। তার নেতৃত্বে ২০১০ সালে ঢাকা এসএ গেমসে আফগানিস্তানকে ৪-০ গোলে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল জয়ের অন্যতম নায়কও গোলরক্ষক আমিনুল।

হামজাকে নিয়ে সুখবর দিলেন কোচ, অভিষেক হচ্ছে ফাহমিদুলের?

দেশের ফুটবলকে অনেক আগেই বিদায় জানিয়েছেন এ ফুটবলার। বর্তমানে তিনি বাকিদের মতো সাধারণ সমর্থক। আসন্ন সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে সাধারণ সমর্থকদের মতো টিকিট খুঁজে বেড়াচ্ছেন আমিনুল ইসলাম। কিন্তু কোথাও টিকিটি না পেয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

জাতীয় স্টেডিয়ামে আজ হামজাদের অনুশীলন দেখতে এসেছিলেন আমিনুল। অনুশীলন দেখার ফাঁকে টিকিট নিয়ে আমিনুল আফসোস করে বলেন, ‘আমি এখনো টিকিট কিনতে পারিনি এবং সৌজন্য টিকিটও পাইনি।’ এরপরও ছেলেকে নিয়ে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখার প্রত্যাশা করছেন তিনি।

আমিনুল বলেন, ‘শত ব্যস্ততার মধ্যেও একজন সাবেক জাতীয় ফুটবলার হিসেবে আজ অনুশীলন দেখতে এসেছি। আশা করছি ২-১ টি টিকিট পাব। এতে ছেলেকে নিয়ে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ গ্যালারিতে বসে দেখতে পারবো।’

হামজাদের ভুটান ম্যাচের টিকিট বিক্রি শুরু

সাবেক অধিনায়ক আমিনুল হক বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়ালকে উদ্দেশ্য করে বলেন, ‘বাফুফে সভাপতিকে আমি অনুরোধ করব ফুটবলের যারা স্টেকহোল্ডার বিশেষ ক্লাব কিংবা সংগঠকরা যেন খেলা দেখতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য।’

দেশের ফুটবলে হামজার প্রত্যাবর্তনের ভিন্ন আমেজ বইছে। বেড়েছে দর্শকদের আগ্রহ। এর মধ্যে অনলাইনে টিকিট বিক্রি করায় সবাই সংগ্রহ করতে পারেনি। তাতে সবাই টিকিট না পাওয়ায় সামাজিকমাধ্যমে দর্শকদের ক্ষোভ, আক্ষেপ দেখা যাচ্ছে।

এমআই