Advertisement
Us Bangla Airlines
ক্রিকেটে আমরা ২৫ বছর পিছিয়ে আছি: বিসিবি সভাপতি

ক্রিকেটে আমরা ২৫ বছর পিছিয়ে আছি: বিসিবি সভাপতি

খেলা ডেস্ক

০২ জুন ২০২৫, ২১:০৮

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছে প্রায় ২৫ বছর। সাদা পোশাকে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেছেন আমিনুল ইসলাম বুলবুল। নিজের অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি। গত শুক্রবার সেই বুলবুলই বিসিবির সভাপতি পদে আসীন হয়েছেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলে সাড়ে আট বছর ছিলাম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করা এই বাংলাদেশির হাত ধরে উত্থান পেয়েছে আফগানিস্তান ক্রিকেট। কিন্তু নিজের দেশের ক্রিকেট এখনো ২৫ বছর পিছিয়ে আছে বলে মনে করছেন বিসিবির বর্তমান সভাপতি।

বিসিবির প্রশাসনে টি-টোয়েন্টি খেলবেন টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান!

দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে বুলবুল বলেছেন, ‘ক্রিকেটে আমরা ২৫ বছর পিছিয়ে আছি। কারণ, টেস্ট মর্যাদা পাওয়ার সময় আইসিসিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা হবে। আঞ্চলিক সংগঠক ঠিক করার জন্য উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। শিগগিরই ক্রিকেট বিভাগে পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা। শিগগিরই পাইলট প্রকল্প হিসেবে রাজশাহী ও চট্টগ্রামে দুটি সেন্টার করা হবে। আমরা আপাতত বড় বিভাগে নিয়ে যাচ্ছি ক্রিকেটকে। যেখানে একটি মিনি বিসিবি থাকবে।’

জাতীয় দলের ভরাডুবি নিয়ে বুলবুল বলেছেন, ‘পাকিস্তান সফর শেষে জাতীয় দল দেশে ফিরলে আমরা প্রথমে পারফরম্যান্স মূল্যায়নের কাজ করব। খেলোয়াড়দের ফিডব্যাক দেব, আলোচনা করব কোথায় কোথায় উন্নতির জায়গা রয়েছে। যেহেতু আমরা তিন ফরম্যাটেই খেলি, সব জায়গাতেই উন্নতির চেষ্টা থাকবে।’

বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘একটি দলের পারফরম্যান্স কখনও উপরে ওঠে, কখনও নেমে যায়। আমাদের আগে জানতে হবে নিচে নামার কারণ কী। সেটা পরিষ্কারভাবে জানলে উন্নতির পথও সহজ হবে।’

বিশ্বকাপ নিয়ে বিসিবির পরিকল্পনা জানতে চাইলে আমিনুল জানান, ‘আমরা চেষ্টা করব অন্তত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে সেটা সম্ভব হবে দল গোছানো গেলে। আপনি দেখেছেন, আমরা আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এমনকি পাকিস্তানের কাছেও হেরেছি। এমন অবস্থায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সময় উজ্জীবিত হওয়ার।’

এমআই