
সাকিবকে নিয়ে সুখবর দিলেন বিসিবির নতুন সভাপতি
খেলা ডেস্ক
৩০ মে ২০২৫, ২১:১২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। বুলবুল ফারুক আহমেদের জায়গায় স্থলাভিষিক্ত হবেন। গতকাল সাবেক সভাপতি ফারুকের কাউন্সিলরশিপ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ।
দুর্নীতিপরায়ণতা ও স্বজনপ্রীতির মতো গুরুতর অভিযোগে ফারুক আহমেদকে পদচ্যুত করা হয়। বিসিবিতে ফারুকের ৯ মাস দায়িত্ব পালনের সময় দেশের মাটিতে খেলতে পারেননি সাকিব আল হাসান। এবার সভাপতির আসনে বসে টাইগার পোস্টার বয়কে নিয়ে সুখবর দিলেন নতুন বিসিবি সভাপতি আমিনুল।
দায়িত্বগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে আমিনুল সাকিবকে নিয়ে বলেন, ‘সাকিবের ব্যাপারটা হলো, সে তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। আমাদের ক্রিকেট বোর্ডে যে নির্বাচক কমিটি আছে, তারা দেখবে। আমাদের দল নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, সিস্টেম আছে। নির্বাচকরা সেটা অনুসরণ করবে। সেটা আমরা সম্মান করব।’
এদিকে আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা। তাই সভাপতি হিসেবে তার মেয়াদ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। এসময় আমিনুল বলেন, তিন মাসের নির্ধারিত সময় নিয়ে তিনি বিসিবির সভাপতি হননি, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’
অপর এক প্রশ্নের জবাবে আমিনুল বলেছেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’
এমআই