Advertisement
Us Bangla Airlines
রাজশাহী-সিলেটের কাছে এখনো যত টাকা পাবে বিসিবি

রাজশাহী-সিলেটের কাছে এখনো যত টাকা পাবে বিসিবি

খেলা ডেস্ক

০৪ জুন ২০২৫, ১৯:৪৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলো প্রায় চার মাস পার হয়েছে। এর মাঝে চ্যাম্পিয়নস ট্রফি, জিম্বাবুয়ে, আমিরাত, পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ। কিন্তু এত সময় পার হওয়ার পরেও এখনো বিপিএলের পারিশ্রমিক পায়নি তাসকিন-বিজয়রা। 

দুর্বার রাজশাহীর লেনদেনের ঢিলামি পুরনো হলেও এ তালিকায় নতুন নাম সিলেট স্ট্রাইকার্স। বিপিএল শেষ হওয়ার চার মাস পার হলেও এখনো ক্রিকেটারদের টাকা পরিশোধ করেনি সিলেটের দলটি। উল্টো দেওনা-পাওনা পরিশোধ করলেও বিসিবির কাছে দায় থাকবে সিলেটের।

সূত্র বলছে, টিকিট বিক্রির লভ্যাংশের অংশ হিসেবে বিসিবি থেকে ৪৫ লাখ টাকা পাওয়ার কথা সিলেট স্ট্রাইকার্সের। কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি ফির ১৫ লাখ, ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ ২৯ লাখ ৫০ হাজার টাকা এখনো বিসিবিকে পরিশোধ করেনি। তাতে বোর্ডকে উল্টো ৯ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে তাদের। 

এবার পুলিশের হেফাজতে রাজশাহীর মালিক শফিকুর রহমান

সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী দুই দলের কাছে বিসিবি উল্টো টাকা পাবে। সিলেট টিকিট বিক্রির ৪৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তারা ফ্র্যাঞ্চাইজি ফির ১৫ লাখ, পারিশ্রমিক বাবদ ২৯ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেনি। তাই বোর্ডকে উল্টো ৯ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে তাদের।

টিকিটের লভ্যাংশ থেকে রাজশাহীর ৪৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল। তবে খেলোয়াড়দের ৫৪ লাখ ৯০ হাজার টাকা এখনও বকেয়া, তাই বোর্ড উল্টো পাবে ৯ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া খুলনা টাইগার্স সব মিলে ১ কোটি ১৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজি ফির ২৫ লাখ ও পারিশ্রমিকের ৪৮ লাখ টাকা কেটে তারা পাবে ৪২ লাখ টাকা। 

ঢাকা ক্যাপিটালসের পারিশ্রমিক বকেয়া ৪৫ লাখ, টিকিট বাবদ পাওয়ার কথা এই পরিমাণ অর্থ। তাদের তাই দেনাও নেই, পাওনাও নেই। রংপুর রাইডার্স পাচ্ছে ৪৫ লাখ টাকা। মোট ৯৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও বিসিবি তাদের কাছে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ৫০ লাখ টাকা পাওনা ছিল।

লভ্যাংশ পাচ্ছে বিপিএলের দলগুলো, মানতে হবে যে শর্ত

বিপিএলের রানার্সআপ চিটাগং কিংস প্রাইজমানি ও টিকিটের লভ্যাংশ থেকে পাওয়ার কথা ছিল ২ কোটি ৫ লাখ টাকা। তবে দলটির হোটেল বিল ১৫ লাখ টাকা ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ প্রথম দফায় ৮৭ লাখ ৭৫ হাজার টাকা বিসিবিকে পরিশোধ করতে হয়েছে। 

এছাড়া ফ্র্যাঞ্চাইজি ফি ১৫ লাখ ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ আরও ৫২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা পাওনা বিসিবির। সেই টাকা নিজেদের কাছে রাখার পর চিটাগং পেতে যাচ্ছে ৩৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। তবে সব টাকা পরিশোধ করায় বিসিবি থেকে টিকিট বিক্রির পুরো ৫৫ লাখ টাকা পেল ফরচুন বরিশাল।

এমআই