
এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা
খেলা ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৯:৫৮
আগামী সেপ্টেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের নতুন আসর। এশিয়া মহাদেশের ক্রিকেট বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে ইতোমধ্যে দুইবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। অধরা শিরোপা জয়ের লক্ষ্যে চলতি বছরে আগেভাগেই দল গোছানো শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের ব্যস্ততা না থাকায় আগামী ৬ সেপ্টেম্বর এশিয়া কাপের জন্য অনুশীলন শুরু করবে বাংলাদেশ। মহাদেশীয় এই টুর্নামেন্টের জন্য আজ (সোমবার) ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি৷ যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস। এছাড়া সৌম্য, শান্তরাও এই স্কোয়াডে জায়গা পেয়েছেন।
গত ২৬ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
আট দেশের এই টুর্নামেন্ট এবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। অবশ্য ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে। আর ‘এ’ গ্রুপের ম্যাচগুলো দুবাইতে আয়োজিত হবে।
এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ঘরোয়া লিগের পরীক্ষিত মুখদের জায়গা করে দিয়েছে বিসিবি। দলটিতে খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসানের মতো ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। জাতীয় দলের বাইরে থাকা সৌম্যকেও রাখা হয়েছে এই স্কোয়াডে।
একনজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।
এমআই