
এশিয়া কাপের সূচি প্রকাশ, কাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ?
খেলা ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ২০:৩১
অনিশ্চয়তা কাটিয়ে আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আট দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের এরই মধ্যে দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এবার সূচিও প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে ‘বি’ গ্রুপ থেকে লড়াই করবে বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে টাইগাররা। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ । সবগুলোই ম্যাচই আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে। এরপর ফাইনালে উঠবে শীর্ষ দুই দল।
এশিয়া কাপের সবশেষ আসরে সুপার ফোরে খেলেছিল বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটের সেই টুর্নামেন্টে অবশ্য ফাইনালে খেলতে পারেনি লিটন-তাসকিনরা। চলতি মৌসুমেও সুপার ফোরে খেলার দারুণ সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয়ে শুরু করলে আত্মবিশ্বাস বাড়বে তামিমদের।
গ্রুপ পর্বে হংকংসহ দুইটি ম্যাচ জিতলেই সুপার ফোরে পৌঁছে যাবে বাংলাদেশ। এরপর সেখান থেকে সেরা দুই দল হিসেবে জায়গা করে নিতে পারলে ফাইনাল খেলবে লিটনের দল। সম্প্রতি শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজ হারানো বাড়তি বিশ্বাস জোগাবে। পাশাপাশি আফগানিস্তানকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে।
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে কঠিন দল থাকলেও ‘এ’ গ্রুপের সমীকরণ অনেকটা সহজই বটে। যেখানে ভারত-পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ওমান লড়াই করবে।
এশিয়া কাপে বাংলাদেশের সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
---|---|---|
১১ সেপ্টেম্বর | হংকং | আমিরাত |
১৩ সেপ্টেম্বর | শ্রীলঙ্কা | আমিরাত |
১৬ সেপ্টেম্বর | আফগানিস্তান | আমিরাত |
এমআই