
এশিয়া কাপের সময় সূচি প্রকাশ, ম্যাচ শুরু যেদিন
খেলা ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৮:২৬
নানান নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের নতুন আসর শুরু হবে, ফাইনালের মাধ্যমে যা শেষ হবে ২৮ সেপ্টেম্বর। পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি চলবে ৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’
এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও সূচি প্রকাশিত হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশিত হবে।’
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে চলতি বছরের এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছিল। তবে ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত এসিসির বৈঠকের পর থেকেই এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কেটে যায়। গুঞ্জন ছিল, এবারের আসরের ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত—শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে।
এর আগে ক্রিকবাজ একটি প্রতিবেদনে জানিয়েছিল, এসিসি বৈঠকের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সূচি ঘোষণা আসতে পারে। শেষ পর্যন্ত সেই পূর্বাভাসই সত্যি হয়েছে। যদিও পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশিত হয়নি, তবে চেয়ারম্যান নিজেই টুর্নামেন্ট শুরুর ও শেষ হওয়ার দিন জানিয়ে দিয়েছেন।
এশিয়া কাপের আসন্ন আসরের আয়োজক ভারত। তবে পাকিস্তানের সঙ্গে তাদের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব ক্রিকেটেও পড়েছে। তাতে এশিয়া কাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। ফলে সব সংঘাত এড়াতে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে।
এমআই