
বিসিবির আতিথেয়তায় মুগ্ধ এসিসি, প্রশংসায় ভাসলেন আমিনুল
খেলা ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ২১:২১
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা ঢাকায় হওয়ার কথা ছিল। সেটা নিয়ে কম জলঘোলা করেনি ভারত। রোহিতদের বোর্ডের সঙ্গে নাটকীয়তার পক্ষ নিয়েছিল শ্রীলঙ্কা, আফগানিস্তান। তবে সবাইকে এক ছাতার নিচে এনে ঢাকাতেই এসিসির সভা আয়োজন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বেঁকে বসা সেই ভারত ও শ্রীলঙ্কা শেষ পর্যন্ত অনলাইনে অংশ নিয়েছিল। বিসিবির দারুণ আতিথেয়তায় ও সভাপতি আমিনুলের সমঝোতার দক্ষতায় মুগ্ধ হয়েছেন এসিসি সভাপতি মহসিন নাকভি। দারুণ আয়োজনের জন্য বিসিবির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই পাকিস্তানি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাকভি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের মিটিং অনেক ভালো হয়েছে। এসিসিতে মোট ২৮টি দেশ সদস্য হিসেবে রয়েছে। ২৮টি দেশই এই মিটিংয়ে অংশ নিয়েছে। আমি সব সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে মিটিংয়ে অংশ নিয়েছে।’
তিনি বলেন, ‘যারা জুমের মাধ্যমে মিটিংয়ে যোগ দিয়েছে তাদেরকেও ধন্যবাদ। আমি আমিনুল ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, বিসিবিকেও ধন্যবাদ আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, আজকে দারুণ স্মরণীয় একটি দিন কেটেছে। এসিসির পক্ষ থেকে আমি বলতে চাই তারা যেভাবে সবকিছু আয়োজন করেছেন, সব দুর্দান্ত ছিল।’
Shaping the Future of Asian Cricket
Posted by Bangladesh Cricket : The Tigers on Thursday, July 24, 2025
নাকভি বলেন, ‘শেষ কথা হচ্ছে আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। কেউ খেলার মাঝে রাজনীতি চাই না। এখানে দারুণ পরিবেশে দারুণ মিটিং হয়েছে। আশা করি ভবিষ্যতেও এমন মিটিং করতে পারব আমরা।’
এবারের সভার আগে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল ভারত বেঁকে বসায়। বিসিসিআইয়ের প্রতিনিধি বাংলাদেশে আসবে না বলে জানায়। একই সঙ্গে শ্রীলঙ্কাও ভারতের সঙ্গে সুর মেলায়। যদিও শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত পাল্টে ভার্চ্যুয়ালি যুক্ত ছিল দুই দেশই।
ভারত এবং শ্রীলঙ্কার সরাসরি যোগ দিতে না পারা নিয়ে নাকভি বলেন, ‘কিছু দেশ ঢাকায় আসতে পারেনি। আমিও সিঙ্গাপুরে যেতে পারিনি। এটা স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগই এসেছে। এসিসির জন্য ভালো ব্যাপার হচ্ছে ২৫ সদস্যই মিটিংয়ে এসেছে।’
এমআই