Advertisement
Us Bangla Airlines
২৩-০ ব্যবধানের জয়ে একাই ৮ গোল করল বাংলাদেশের মারিয়া

২৩-০ ব্যবধানের জয়ে একাই ৮ গোল করল বাংলাদেশের মারিয়া

খেলা ডেস্ক

২৫ জুলাই ২০২৫, ১৩:১১

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে বাংলাদেশি ফুটবলারদের জয়জয়কার। বর্তমানে এই টুর্নামেন্টে মোট ১২ জন বাংলাদেশি নারী ফুটবলার খেলছেন। ভুটানের ক্লাব থিম্পু এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন লাল-সবুজের দুই প্রতিনিধি মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। গতকাল গেলেফু সিটির বিপক্ষে একাই ৮ গোল করেছেন বাংলাদেশের মারিয়া মান্ডা।

বাংলাদেশের দুই ফুটবলার মিলে প্রতিপক্ষের জালে অবশ্য ১২ বার বল জড়িয়েছেন। যেখানে স্ট্রাইকার শামসুন্নাহার সিনিয়র গোল দিয়েছেন ৪টি। দুই বাংলাদেশির অনবদ্য পারফরম্যান্সে তাদের দল থিম্পু এফসি ২৩-০ গোলে গেলেফু সিটিকে পরাজিত করেছে। এতে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মারিয়া মান্ডা।

ম্যাচ শেষে মারিয়া বলেন, ‘নিজেও অনেক গোল করেছি দলও জিতেছে, আবার ম্যাচ সেরাও হয়েছি। সব মিলিয়ে ভালোই লাগছে।’

ভুটান নারী লিগে একাধিক ম্যাচেই একপেশে হয়েছে। গত সপ্তাহেই সাবিনা-ঋতুপর্ণাদের পারো এফসি ২২-০ গোলে জিতেছিল। আজ সেটা ছাপিয়ে গেছে থিম্পু সিটি। এই দলে বাংলাদেশের তিন ফুটবলার মারিয়া, সানজিদা ও শামসুন্নাহার খেলেন। সানজিদা ঢাকায় কোচিং কোর্স করতে আসায় ম্যাচ খেলতে পারেননি।

এমআই