
এমন অভিষেক ম্যাচ চাইবেন না কোনো ক্রিকেটার
খেলা ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৩:২২
টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বল। আইরিশ বোলার লিয়াম ম্যাককার্থির সেই বলকে ন্যূনতম সম্মান করলেন না ক্যারিবিয়ান ক্যাপ্টেন শাই হোপ। বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় বলেও একই ফলাফল। মাঝ ব্যাটে বল গলিয়ে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট উন্ডিজের অধিনায়ক।
অভিষেক ম্যাচের প্রথম ওভারেই ২১ রান খরচ করেছেন লিয়াম ম্যাককার্থি। এরপর আর মিতব্যয়ী হয়ে ওঠতে পারেননি। শেষ পর্যন্ত চার ওভারে ৮১ রান খরচ করেছেন এই বোলার, দেখা পাননি উইকেটের। ক্যারিবিয়ানদের মাত্র তিনটি বল ডট খেলাতে পারেন এই পেসার। পাঁচ ছক্কার সঙ্গে হজম করেন ১১টি চার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে বেশি রান খরচ করেছেন কেবলই একজন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৯৩ রান দিয়েছিলেন গাম্বিয়ার মুসা জোবার্তেহ। তবে অভিষেক ম্যাচে এভাবে বেদড়ক পিটুনির শিকার হননি কোনো দেশের বোলার।
টেস্ট খেলুড়ে কোনো দেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডে নাম লিখিয়েছেন লিয়াম ম্যাককার্থি। এর আগে সবচেয়ে খরুচে বোলারের শীর্ষে ছিলেন লঙ্কান পেসার কাসুন রাজিথা।। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান খরচ করেছেন তিনি। এবার লঙ্কান পেসারকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছেন আইরিশ বোলার ম্যাককার্থি।
টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড ছিল ব্যারি ম্যাককার্থির। ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে তিনি দিয়েছিলেন ৬৯ রান। এবার নামের সঙ্গে মিল থাকা লিয়াম ম্যাককার্থি তাকে ছাড়িয়ে নতুন লজ্জার রেকর্ড গড়েছেন।
আইরিশ বোলারদের ওপর চড়াও হয়ে গতকাল শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৫৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বিশ ওভারে ১৯৪ রান করে আয়ারল্যান্ড। তাতে ৬২ রানের জয় নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় শাই হোপের দল।
এমআই