Advertisement
Us Bangla Airlines
৯৮৫ দিন পর দলে ফিরেই ইংলিশ স্পিনারের ইতিহাস

৯৮৫ দিন পর দলে ফিরেই ইংলিশ স্পিনারের ইতিহাস

খেলা ডেস্ক

০৭ জুন ২০২৫, ১৬:২৩

আন্তর্জাতিক ক্রিকেটটা ২০২২ সালেই থমকে গিয়েছিল লিয়াম ডসনের। বাজে ফর্ম আর বাড়ন্ত বয়সে ডসন পুনরায় দলে ফিরবেন, এমন ধারণা করা কঠিনই ছিল। কিন্তু প্রায় তিন বছর পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই বাঁহাতি স্পিনার। লম্বা সময় পর দলে ফিরেই ইতিহাসই গড়ে বসেছেন তিনি।

ইংল্যান্ডের জার্সিতে  ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন লিয়াম ডসন। পাকিস্তানের বিপক্ষে খেলা সেই সিরিজে তিন ম্যাচে বোলিং করে কোনো উইকেটের দেখা পাননি এ বোলার। এরপর জাতীয় দল থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন তিনি।

জাতীয় দলে দীর্ঘদিন না খেলা ডসন পুনরায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডাক পেয়েছেন। হ্যারি ব্রুক দলে ফিরতেই বোলিং বৈচিত্রের জন্য তাকে দলে ডাকা হয়। তাতে সময়ের হিসেবে ৯৮৫ দিন বা প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরছেন তিনি। 

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন লিয়াম ডসন। ঘরের মাটিতে ক্যারিবিয়ানদের হারিয়ে দেওয়া এ ম্যাচের নায়ক তিনি। বল হাতে ক্যারিবিয়ানদের বড় পরীক্ষাই নিয়েছেন ৩৫ বছর বয়সী ডসন। চার ওভারে মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় স্পিনার হিসেবে ৪ উইকেট নিয়েছেন লিয়াম ডসন। এর আগে দুইবার এ কীর্তিতে নাম লিখিয়েছেন লেগস্পিনার আদিল রশিদ। যদিও বাঁহাতি স্পিনার হিসেবে প্রতিপক্ষের চার উইকেট তোলা প্রথম ইংলিশ বোলার লিয়াম ডসন।

স্পিনার হিসেবে দ্বিতীয় হলেও প্রতিপক্ষের চার বা তার বেশি উইকেট তোলা দশম বোলার এ বাঁহাতি স্পিনার। এ তালিকায় সবার ওপরে আছেন স্যাম কারান। ইংল্যান্ডের প্রথম ও একমাত্র বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়েছিলেন স্যাম কারান। ২০২২ সালে আফগানদের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি।

এমআই