
৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে এমন ব্যাটিং আর দেখা যায়নি
খেলা ডেস্ক
৩০ মে ২০২৫, ১৩:৫০
চ্যাম্পিয়নস ট্রফিতে দলের ব্যর্থতায় অধিনায়কত্ব ছেড়েছিলেন জস বাটলার। সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার নেতৃত্বের যাত্রা শুরু হয়েছে। অধিনায়কত্বে ব্রুকের শুরুটা যে দুর্দান্ত হয়েছে, তা অস্বীকার করার জো নেই।
ক্যারিবিয়ান বোলারদের ছাতুপেটা করে ৫০ ওভারে ৪০০ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে এ নিয়ে ছয় বার ৪০০ রানের সংগ্রহ পেয়েছে ইংলিশরা। পাহাড়সম রান দেখেই ক্যারিবিয়ানরা ভড়কে গিয়েছে হয়তো। ৪০১ রান তাড়া করতে গিয়ে মাত্র ১৬২ রানেই আউট হয়েছে ইংল্যান্ড।
ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করেছেন দশে নামা জেইডেন সিলস। দুই চার আর তিন ছক্কায় ডানহাতি এ পেসার করেছিলেন ২৯ রান। যেখানে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়েছে ইংলিশ ব্যাটাররা।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এ পর্যন্ত ২৮ বার চারশ বা তার অধিক রান হয়েছে। এর মধ্যে কোনো সেঞ্চুরি ছাড়াই ওয়ানডেতে ৪০০ রান করলো ইংলিশরা। দলটির হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জ্যাকব বেথেল। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা দেখা গেল।
একই ম্যাচে আরেকটি বিশ্বরেকর্ড গড়েছে ইংলিশরা। ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে ৩০ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটের ৪৮৮০ ম্যাচের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। এর কখনোই কোনো দলের ব্যাটারদের এত ধারাবাহিক দেখা যায়নি।
ইংল্যান্ডের অবিশ্বাস্য ব্যাটিংয়ে পুরো ম্যাচে পাত্তাই পায়নি ক্যারিবিয়ানরা। সাকিব-ওভারটনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৩৮ রানের বড় জয় পেয়েছে হ্যারি ব্রুকের দল।
এমআই