
ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা, ইংল্যান্ড দলে বড় চমক
খেলা ডেস্ক
২৮ মে ২০২৫, ২০:৫২
আধুনিক ক্রিকেটে ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা নতুন কিছু নয়। পাকিস্তান, ইংল্যান্ড এ কাজটা নিয়মিত করে থাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় আগে প্লেয়িং একাদশ ঘোষণা করে দিলো ইংল্যান্ড। তাতে বড় চমকও দেখিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।
ওপেনার বেন ডাকেটের সঙ্গে জুটি বাঁধবেন জেমি স্মিথ। ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী হিসেবে বিবেচনায় ছিলেন উইল জ্যাকস বা টম ব্যান্টন। তবে শেষমেশ জেমিকেই বেছে নিলো ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ অর্ডারে খেলেও ব্যর্থ ছিলেন স্মিথ। তবুও তার ওপর ভরসা রাখছে ইংলিশ ম্যানেজম্যান্ট।
ক্যারিবিয়ানদের বিপক্ষে এ সিরিজ দিয়ে নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে হ্যারি ব্রুকের। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে দায়িত্ব পালন করবেন তিনি। জস বাটলারের পরিবর্তে অধিনায়কত্ব পেয়েছেন ব্রুক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে আছেন বাটলার। তিনি খেলবেন পাঁচ নম্বরে।
সবমিলিয়ে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী জেমি স্মিথ। তিন, চারে আছেন জো রুট ও অধিনায়ক হ্যারি ব্রুক। বাটলার ব্যাট করবেন ৫ নম্বরে। বাটলারের পরে ব্যাট করবেন জ্যাকব বেথেল ও উইল জ্যাকস।
একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন আদিল রশিদ। তার সাথে বোলিং ইউনিটে আছেন তিন পেসার জেমি ওভারটন, ব্রাইডন কার্স ও সাকিব মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ঘরের মাঠে বৃহস্পতিবার (২৯ মে) সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ ম্যাচ শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ড একাদশ
বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ, আদিল রশিদ।
এমআই