
‘এক ম্যাচ দেখে যারা সমালোচনা করে, তারা খেলা বুঝে না’
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৫
ঘরের পোড়া গরুর সিদুঁরে মেঘের ভয় যেন ভিড় করেছিল জিম্বাবুয়ে ম্যাচে। ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচেও পিছিয়ে পড়ছিল টাইগাররা। দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেট তুলতে পারেনি নাজমুল শান্তের দল। তাতেই উঁকি দিচ্ছিলো দুশ্চিন্তা।
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ও বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে! যদিও ম্যাচের প্রথম দিন। তবুও যে ঘর পোড়া গরুর বাংলাদেশ। তবে দিনের শেষ সেশনে যেন নিজেদের ভিন্ন রূপে খুঁজে পেয়েছে টাইগাররা। যার সিংহভাগ অবদান বাঁহাতি স্পিনার তাইজুলের।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই টেস্ট ক্যারিয়ারের ১৬তম পাঁচ উইকেট পেয়েছেন। বড় রানের পথে ছুটে চলা জিম্বাবুয়ে এখন তাই দিন শেষে ৯ উইকেট হারিয়ে করেছে ২২৭ রান। আগামীকাল দ্রুত এক উইকেট ফেলতে পারলেই নিজেদের ব্যাটিং শুরু করবে টাইগাররা।
বাংলাদেশকে চালকের আসনে তুলে দেওয়া তাইজুল ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সিলেটে যেভাবে আমি বল করেছি, সেটা ভালো ছিল না। নিজেকে ফিরে পেয়েছি, এটা একটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দলকে আমি সাহায্য করতে পেরেছি।’
সিলেট টেস্টে তাইজুল যেমন ভালো করেননি, বাংলাদেশও হেরে গেছে ৩ উইকেটে। এতে উঠেছে সমালোচনার ঝড়। বাংলাদেশি ক্রিকেটারদের সেবার এক হাত নিয়েছে সমর্থকেরা। তবে সমালোচকদের উদ্দেশে তাইজুল আজ বলেছেন, ‘একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’
এদিকে আজ ৫ উইকেট নেওয়ার পরই তাইজুলকে ‘আন্ডাররেটেড’ উল্লেখ করে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিমের ফেসবুক পোস্ট প্রসঙ্গও আসে।
নিজেকে ‘আন্ডাররেটেড’ হিসেবে তাইজুলও তামিমের সঙ্গে একমত জানিয়েছেন। এ বাঁহাতি স্পিনার বলেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে বলেন, ‘কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’
এমআই