
এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন
খেলা ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ২০:২২
এশিয়া কাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বড় পরিবর্তন এসেছে। বয়সজনিত সীমাবদ্ধতার কারণে সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন রজার বিনি। তার স্থলে বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সহসভাপতি রাজীব শুক্লা।
গত মাসে ৭০ বছরে পা রাখা রজার বিনি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী লোধা কমিটির সুপারিশে নির্ধারিত বয়সসীমা অতিক্রম করেছেন। ওই নিয়মে বলা হয়েছে, ৭০ বছরের ঊর্ধ্বে কেউ বিসিসিআইয়ের কার্যনির্বাহী পদে থাকতে পারবেন না। তাই নিয়ম মেনে পদ ছাড়তে হয়েছে তাকে।
সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের নতুন জাতীয় ক্রীড়া নীতিমালায় ফেডারেশন প্রধানদের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ করা হয়েছে। বিসিসিআইও সেই নীতির আওতায় পড়ে। ফলে রজার বিনি দায়িত্বে থাকতে পারবেন—এমনটাই ধারণা করা হয়েছিল।
কিন্তু সংশোধিত নীতিমালাটি এখনও কার্যকর হয়নি। কার্যকর হতে আরও তিন থেকে চার মাস সময় লাগবে। ফলে সেই নীতির সুবিধা এখনই পাওয়া সম্ভব নয়। সে কারণেই পুরোনো নিয়ম অনুসারে পদ ছাড়তে হয়েছে বিনিকে। রজার বিনির জায়গায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা।
আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিল সভার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু হবে। সভায় আলোচনার অন্যতম বিষয় বর্তমান স্পনসর ড্রিম১১-এর সঙ্গে চুক্তি বাতিল এবং এশিয়া কাপ শুরুর আগে নতুন স্পনসর ঠিক করা। দায়িত্বের শুরুতেই তাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন শুক্লা।
এমআই