
আর্জেন্টিনার ৪ ফুটবলারকে আটক করেছে ব্রাজিল
খেলা ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:১৭
ব্রাজিলের সাও পাওলো শহরে প্রীতি টুর্নামেন্টের একটি ম্যাচ খেলতে এসেছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের নারী দল। লেডিস কাপ নামের এ টুর্নামেন্টে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনার দলটি। তবে ম্যাচের মধ্যেই বাধে বিপত্তি। বর্ণবাদের অভিযোগে আর্জেন্টিনার চার নারী ফুটবলারকে আটক করেছে ব্রাজিল কর্তৃপক্ষ।
সাও পাওলোতে গত ২১ ডিসেম্বর মুখোমুখি হয়েছিল রিভার প্লেট ও গ্রোমিও। ম্যাচটিতে ১-১ গোলে ড্র দেখালেও রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। সেদিন বর্ণবাদী আচরণের পরই প্রতিবাদে মাঠ ছেড়ে যান গ্রেমিও খেলোয়াড়রা। তাদের প্রতিবাদের প্রেক্ষিতে আর্জেন্টাইন ক্লাবটির কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ নামের চার খেলোয়াড়কে আটক করা হয়।
সাও পাওলোর পাবলিক সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা যেন দেশ ছাড়তে না পারে সেজন্য তাদের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা।
— Pallonate in Faccia (@pallonatefaccia) December 22, 2024
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াও ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টাইন নারী ফুটবলার কান্দেলা দিয়াজ কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও জানিয়েছে, তাদের খেলোয়াড়রা এক বল বয়কে সাহায্য করতে এগিয়ে আসার পর তাঁদের সঙ্গেও বর্ণবাদী আচরণ করা হয়।
এদিকে বড় শাস্তি পেয়েছে রিভার প্লেট। নারী ফুটবলের প্রচারের জন্য আয়োজিত প্রীতি টুর্নামেন্ট লেডিস কাপের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগিতা থেকে রিভার প্লেটকে বাদ দেওয়া হয়েছে এবং দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে খেলোয়াড়দের এমন আচরণের নিন্দা জানিয়েছে রিভার প্লেট। অভিযুক্ত ফুটবলারদের বিপক্ষে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিবে আর্জেন্টাইন ক্লাবটি।
এমআই