Advertisement
Us Bangla Airlines
র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কোথায়?

খেলা ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩২

কাতার বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া আর্জেন্টিনার উর্ধ্বমুখী যাত্রা এখনো অব্যাহত আছে। তাতে মেসিদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন দেখা গিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। ফলে টানা দ্বিতীয়বার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় থেকে বছর শেষ করল বর্তমান বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

র‌্যাঙ্কিংয়ের আর্জেন্টিনার পরেই আছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। এছাড়া বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ব্রাজিল আছে র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে। সবশেষ র‌্যাঙ্কিং তালিকা থেকে এবার বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৮৯৮.৮১ পয়েন্ট নিয়ে আগের মতোই ১৮৫ নম্বরে আছে তারা।

গতকাল বৃহস্পতিবার ফিফা থেকে এ বছরের জন্য সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

র‌্যাঙ্কিং অনুযায়ী, ১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লিওনেল মেসির দল। ১৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স এবং ১৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে তিনে এবারের ইউরো জয়ী স্পেন। এছাড়া ১৮১৩.৮১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইংল্যান্ড আর খুব খারাপ সময় পার করা ব্রাজিল ১৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

সেরা দশের অন্য পাঁচটি দল হলো পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি। 

এমআই