Advertisement
Us Bangla Airlines
পিএসএলের ড্রাফটে ৩০ বাংলাদেশি ক্রিকেটার

পিএসএলের ড্রাফটে ৩০ বাংলাদেশি ক্রিকেটার

খেলা ডেস্ক

০২ জানুয়ারি ২০২৫, ১১:৪৩

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর শুরু হচ্ছে আগামী ৮ এপ্রিল। টুর্নামেন্টটির দশম আসর ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যস্ততা। আগামী ১১ জানুয়ারি পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমানসাকিব আল হাসান এ তালিকায় নাম লিখিয়েছেন বলে জানিয়েছে লিগ কতৃপক্ষ। তবে সবশেষ খবর অনুযায়ী, পিএসএলের ড্রাফটে নাম দিয়েছে ৩০ বাংলাদেশি ক্রিকেটার।

এপ্রিলে অনুষ্ঠিত হতে চলা এ টুর্নামেন্টে এত বাংলাদেশির ভিড় করার কারণ আছে। প্রথমত, আইপিএলে দল না পাওয়া সাকিব-মুস্তাফিজ তখন অবসর সময় কাটাবেন। দ্বিতীয়ত, আগামী এপ্রিলে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা নেই। ফলে দীর্ঘ মেয়াদের জন্য বাংলাদেশি ক্রিকেটাররা টুর্নামেন্টটিতে থাকতে পারবেন। 

সবমিলিয়ে পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার। সাকিব-মুস্তাফিজদের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। এমনকি গতির ঝড়ে সম্প্রতি দর্শকদের নজরে আসা নাহিদ রানাও আছে পিএসএলের ড্রাফটে।

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ কবে, কোথায়

পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটার

সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

এমআই