
সিরিজ হেরেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের উন্নতি
খেলা ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫০
ক্যারিবিয়ান সফরে বেশ বাজে সময় কাটিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ওয়ানডেতে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তবুও আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কিছু নারী ক্রিকেটারের। বোলারদের মধ্যে রাবেয়া, সুলতানার পাশাপাশি ব্যাট হাতে এগিয়েছেন মুর্শিদা খাতুন।
আইসিসির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের রাবেয়া খাতুন। ৪ ধাপ উন্নতি করে বর্তমানে ১৪তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া ৬ ধাপ উন্নতি করে ফাহিমা খাতুন রয়েছেন ৩৫ নম্বরে। সুলতানা খাতুন এগিয়েছেন ২০ ধাপ। তার বর্তমান অবস্থান ৭৪।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের মুর্শিদা খাতুন। এক ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি।
এদিকে টাইগ্রেসদের ক্যারিবিয়ান মেয়েরাও র্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছেন। বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারানো ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডিয়ান্ড্র ডটিন র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ডটিন এগিয়েছেন তিন বিভাগেই।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ১১ নম্বরে রয়েছেন ডটিন। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ২৩ ধাপ, আছেন ৭৭ নম্বরে। অন্যদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন ডটিন। ১১ ধাপ এগিয়ে ৯ম স্থানে উঠে এসেছেন তিনি।
এমআই