
প্লে-অফের দৌড়ে এগিয়ে খুলনা-রাজশাহী, কার সামনে কী সমীকরণ
খেলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর প্রায় শেষের দিকে। ঢাকা পর্ব দিয়েই টুর্নামেন্টটির গ্রুপ পর্ব শেষ হবে। এরপর সেরা দলগুলো নিয়ে প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ সারবে বিপিএল। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মাধ্যমে একাদশ আসরের পর্দা নামবে। তবে ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই জমে ওঠেছে প্লে-অফের লড়াই।
আগামীকাল রোববার থেকে বিপিএলের ঢাকা পর্ব পুনরায় শুরু হবে। তাতে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ খেলবে টুর্নামেন্টে অংশ নেওয়া সাত দল। এরপর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই আয়োজিত হবে প্লে-অফ পর্ব। লিগ পর্বে ইতোমধ্যে ৮টি ম্যাচ জিতে সবার আগে প্লে-অফে উঠেছে রংপুর রাইডার্স।
শেষ চারে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে ফরচুন বরিশাল, চিটাগং কিংস। তবে এই পর্বে লড়াইটা জমাবে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী। যদিও কাগজে-কলমে খুলনার সম্ভবনা বেশি হলেও রাজশাহীকে কোনো অংশে পিছিয়ে রাখার সুযোগ নেই। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেটের বিদায় প্রায় নিশ্চিত। তবে শেষ দিকে এসে চমক দেখানো শাকিব খানের ঢাকাও টিকে আছে যদি-কিন্তুর মারপ্যাঁচে।
তবে লিগ পর্বের শেষটা জমিয়ে তুলবে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে মেহেদী মিরাজের দল। তাতে প্লে-অফে খেলতে লিগ পর্বের শেষ তিন ম্যাচেই জিততে হবে খুলনাকে। তবে দুটো ম্যাচে জয় পেলেও প্লে-অফে খেলতে পারবে নাইম-কায়েসেরা। সে ক্ষেত্রে যেকোনো একটি ম্যাচে দুর্বার রাজশাহীর হার কামনা করতে হবে।
খুলনার শেষ ৩ লড়াই অবশ্য খুব একটা সহজ হওয়ার কথা নয়। কারণ, মিরাজদের শেষ তিন ম্যাচের দুটিই শীর্ষ দুই দল রংপুর ও বরিশালের বিপক্ষে। আরেকটির প্রতিপক্ষ শেষবেলায় চমক দেখানো ঢাকা ক্যাপিটালস।
বিপিএলে প্রায় পাঁচ বছর পর ফিরেছে রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে পেমেন্ট ইস্যুতে এরাই একাদশ বিপিএলকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে। তবে অর্থ সংকট, অগোছালো দল আর নামের বিচারে পিছিয়ে থাকা দুর্বার রাজশাহীকে নিম্ন মাঝারি মানের দল বলা চলে। কিন্তু অজেয় রংপুরকে পদ্মার পাড়ের এই দলটিই প্রথম ডুবিয়ে তাক লাগিয়েছে।
চট্টগ্রাম পর্বের শেষ দিনে অপ্রতিরোধ্য রংপুরকে হারানো রাজশাহী অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই। বিপিএলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে অবস্থান করছে তাসকিনের দল। লিগ পর্বে রংপুরের আর সিলেটের বিপক্ষে বাকি দুটো ম্যাচ খেলবে রাজশাহী। নেট রান রেটও সুবিধার নয় (-১.৪০০)। তাই শেষ চারে জায়গা করে নিতে হলে রাজশাহীকে শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে তো হবেই, সঙ্গে খুলনাকেও একাধিক ম্যাচে হারতে হবে।
এমআই