Advertisement
Us Bangla Airlines
আইপিএলে খেলার গুঞ্জনের মাঝে ইনজেকশন নিলেন মুস্তাফিজ

আইপিএলে খেলার গুঞ্জনের মাঝে ইনজেকশন নিলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ১৯:৫৬

জাতীয় দলে ক্ষুরধার সেই মুস্তাফিজের দেখা নেই। চ্যাম্পিয়নস ট্রফিতেও ছিলেন নখদন্তহীন। তবুও ডিপিএলে দল না পেয়ে আলোচনায় এসেছিলেন এই বাঁহাতি পেসার। পারিশ্রমিকে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত ডিপিএলে খেলা হয়নি মুস্তাফিজের। তবে বাইশ গজে ব্যস্ততা না থাকায় এর মাঝেই পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) ইনজেকশন নিয়েছেন তিনি।

পিআরপি চিকিৎসা হলো কোনো ব্যক্তির নিজস্ব প্লাটিলেট দিয়ে তৈরি ইনজেকশন। একে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা ইনজেকশন বলা হয়। লিগামেন্ট ও মাংসপেশি ইনজুরিজনিত সমস্যায় এটি প্রয়োগ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ায়। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং ব্যথা কমাতে সাহায্য করে। 

মুস্তাফিজ নতুন করে ইনজুরিতে না পড়লেও পুরনো ব্যথার জন্য এই ইনজেকশন নিয়েছেন বলে ক্রিকবাজকে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। তবে এই চিকিৎসার জন্য মুস্তাফিজকে অন্তত ১০ দিনের মতো বিশ্রাম থাকতে হবে বলে জানিয়েছে বিসিবি। ফলে ঈদের আগে ডিপিএলে ফেরা হচ্ছে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘তাকে পিআরপি ইনজেকশন দেওয়া হয়েছে। এখন তাকে মাঠে ফেরার আগে কিছুদিন বিশ্রাম নিতে হবে। মুস্তাফিজ নতুন কোন ইনজুরিতে পড়েননি। পূর্বে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝে মধ্যে অসুবিধার সৃষ্টি করে। ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন।’

এদিকে ঈদের আগেই শুরু হচ্ছে ভারতের ঘরোয়া লিগের জনপ্রিয় আসর আইপিএল। মেগা নিলাম থেকে মুস্তাফিজ দল না পেলেও শেষবেলায় সরাসরি চুক্তিতে খেলার গুঞ্জন ওঠেছিল তার। সেক্ষেত্রে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাওয়া সাপেক্ষে মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি। 

তবে পিআরপি ইনজেকশন দেওয়ায় শুরু থেকেই মুস্তাফিজকে পাবে না কোনো দল। ফলে তার আইপিএলে খেলা নিয়ে শঙ্কা রয়ে গেছে।

এদিকে আইপিএলে না খেললেও তাকে ঈদের পরে ডিপিএলের দলে দেখা যেতে পারে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এক কর্মকর্তা ফিজকে দলেদ পাওয়ার আশা ব্যক্ত করে বলেছেন, ‘তিনি কবে ফিট হন আগে দেখা যাক। আমরা তাকে বাজেটের মধ্যে পেলে দলে নেব।’

এমআই