দিল্লি ঘুরে মুস্তাফিজের ট্রেন চেন্নাইয়ে
খেলা ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ১৩:২৭
জাতীয় দলের ব্যস্ততা শেষে আইপিএল খেলতে আজ দুপুর নাগাদ দেশ ছাড়ার কথা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। চলতি বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা রয়েছে তার। আগামী ২২ মার্চ এবারের আসরের উদ্বোধনী দিনেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে চেন্নাই।
দেশের জার্সিতে গতকালই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেছিলেন মুস্তাফিজ। ৯ ওভার বল করে দুটি উইকেটও পেয়েছেন। যদিও চট্টগ্রামের প্রচণ্ড গরমের কারণে ক্র্যাম্প হওয়ায় খেলা চলাকালেই স্ট্রেচারে চড়ে তার মাঠ ছাড়া নিয়ে একটু শঙ্কা জেগেছিল। পরে জানা যায় তেমন চিন্তার কিছু নয়। সব শঙ্কা উড়িয়ে আজ (মঙ্গলবার) উড়াল দিয়েছেন চেন্নাইয়ের পথে।
Excited and Looking forward to my new assignment. Heading to Chennai for IPL 2024. Keep me in your prayers so that I can deliver my best. #WhistlePodu #Yellove
Posted by Mustafizur Rahman on Monday, March 18, 2024
নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ফিজ নিজেই। লিখেছেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।’
যেভাবে চেন্নাইয়ে মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। এরপর মুম্বাই হয়ে গিয়েছেন রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে এবার মুস্তাফিজ নামের ট্রেনটা চেন্নাইয়ে এসে থেমেছে। বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানের আইপিএলে এবারের ঠিকানা চেন্নাই।
গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষদিকে ২৮ বছর বয়সী পেসারের নাম তোলা হয়। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে ধোনির দল।
একাদশে থাকার সম্ভাবনা কতটা?
এবারও বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই। ফলে তাদের তারকায় ঠাসা দলে ফিজ একাদশে জায়গা পাবেন কি না তা নিয়েও আলোচনা চলছিল। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর দেওয়া সম্ভাব্য একাদশে নাম ছিল না তার। তাদের একাদশে পেসার হিসেবে রাখা হয়েছে তিনজনকে। ভারতীয় পেসার দীপক চাহার ছাড়াও বিদেশি কোটায় আছেন মাথিশা পাথিরানা।
তবে গত ৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টিতে খেলার সময় চোটে পড়েন পাথিরানা। নিজের কোটা পূরণ না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, হ্যামস্ট্রিং চোটে পড়েছেন এই পেসার। সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে। যে কারণে আইপিএলের শুরুর দিকে পাথিরানাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস।
পাথিরানার সর্বনাশেই যেন মুস্তাফিজের পৌষ মাস। পাথিরানা ফিট থাকলে নিশ্চিতভাবেই একাদশে থাকতেন এই লঙ্কান পেসার। আর তখন সাইড বেঞ্চে বসে থাকতে হতো মুস্তাফিজকে। চোটের কারণে পাথিরানা শুরুর দিকে খেলতে না পারায় একাদশে সুযোগ মিলতে পারে মুস্তাফিজের। যদিও মাঠে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না টাইগার এই পেসারের। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে বাদ পড়েন। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে চ্যাম্পিয়নের মতোই ঘুরে দাঁড়িয়েছেন যদিও।
মুস্তাফিজকে নিয়ে যা বলছে চেন্নাই কর্তৃপক্ষ
মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম খানিকটা চিন্তার হলেও তার অভিজ্ঞতায় আস্থা রাখছে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেশ কয়েকটি আসরে খেলেছেন মুস্তাফিজ। টাইগার পেসারের এমন অভিজ্ঞতায়ই আস্থা রাখছেন চেন্নাইয়ের পেস বোলিং কোচ ড্রোয়াইন ব্রাভো।
দলের বোলিং ইউনিট প্রসঙ্গে ব্রাভো বলেন, ‘আমাদের ভালো একটি দল রয়েছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস।’
‘ফিজও (মুস্তাফিজুর রহমান) অভিজ্ঞ এবং বিশ্বমানের। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। তুষার দেশপান্ডে, যে গত মৌসুমে ভালো করেছিল। এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’-আরো যোগ করেন তিনি।
আইপিএলে মুস্তাফিজ কেমন?
২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ-ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।
এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর সর্বশেষ আসরে খেলেছিলেন দিল্লির হয়ে। আইপিএলে মোট ৪৮টি ম্যাচ খেলে ৪৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন আটের একটু কম করে। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট প্রায় ২৩।
মুস্তাফিজের চেন্নাইয়ের প্রথম পর্বের ম্যাচ সূচি
চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, রাত সাড়ে ৮টা)।
চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।
দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।
হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।
এফআই