
বাংলাদেশ সফরে আসতে ভারতের নতুন আবদার!
খেলা ডেস্ক
৩০ জুন ২০২৫, ২১:২৪
ভারত-পাকিস্তান যুদ্ধের পরই বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ভারতের কূটনৈতিক অবস্থান অনিশ্চয়তার ঘোর আরও বাড়িয়েছে। তবে পাক-ভারতের শীতলতায় সঠিক সময়ে সিরিজ আয়োজনের আশা দেখছিল বিসিবি। কিন্তু বাংলাদেশ সফরে আসতে নতুন আবদার করে বসেছে ভারত।
আগামী আগস্টের পরিবর্তে নভেম্বরে বাংলাদেশে আসতে চায় দলটি। ইতোমধ্যে বিসিবিকে সিরিজ আয়োজন পেছানোর প্রস্তাব দিয়েছে বিসিসিআই। বিসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
আইসিসির এফটিপি অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের। ইতোমধ্যে সূচিও ঘোষণা করেছে বিসিবি। তবে দেড় মাস আগে হুট করেই বিসিসিআইয়ের সিদ্ধান্তে বদল আসে। সিরিজটি নভেম্বরে আয়োজনের জন্য বিসিবিকে জানিয়েছে বিসিসিআই।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা ছিল টাইগারদের। দুদিন বিরতির পর ২০ আগস্ট মিরপুরে দ্বিতীয় ও ২৩ আগস্ট চট্টগ্রামে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হওয়ার কথা ছিল ২৬ আগস্ট চট্টগ্রামে।
২৯ ও ৩১ আগস্ট শেষ দুই টি-টোয়েন্টির হওয়ার কথা ছিল মিরপুরে। তবে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাতে বাংলাদেশ আসতে গড়িমসি করছে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শেষ হবে আগামী ৪ আগস্ট। সেই হিসেবে বাংলাদেশ সিরিজটি অনুষ্ঠিত হলে খুব একটা বিশ্রাম পাবে না শুভমান-ঋষভ পান্তরা। তাই ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখেই আগস্টে বাংলাদেশ সফরে আসতে চায় না বিসিসিআই।
আবার, চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা করছে এসিসি। নানান গুঞ্জন এড়িয়ে সেই টুর্নামেন্টে অংশ নেবে ভারত। ফলে এশিয়া কাপের আগে ক্রিকেটারদের ইনজুরিমুক্ত রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করতে পারতে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিকে আগামী নভেম্বরে বাংলাদেশে খেলতে আসবে আয়ারল্যান্ড। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। তাতে ভারতের আবদার রাখতে গিয়ে টাইগার ক্রিকেটারদের ওপর টানা ম্যাচ খেলার ধকল এবং আইরিশ সিরিজ বাতিলের সাম্ভবনা থাকছে।
এমআই