Advertisement
Us Bangla Airlines
সংসদ সদস্যকে বিয়ে করছেন ক্রিকেটার রিঙ্কু সিং!

সংসদ সদস্যকে বিয়ে করছেন ক্রিকেটার রিঙ্কু সিং!

খেলা ডেস্ক

০৮ জুন ২০২৫, ১৬:০২

উত্থানটা হয়েছিল আইপিএল থেকে। কলকাতার জার্সিতে অবিশ্বাস্য কিছু ম্যাচ জিতিয়েছিলেন বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিং। বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলের অবধারিত নাম এই ব্যাটার। ভারতের ক্রিকেট অঙ্গনের পাশাপাশি বিশ্ব ক্রিকেটে ইতোমধ্যে সুনাম কামিয়েছেন তিনি।

আইপিএলে এবার তেমন করে আলোচনায় আসেননি রিঙ্কু। দলগত বাজে পারফরম্যান্সে আগেভাগেই বাদ পড়েছে রিঙ্কুর দল কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ড সফরের টেস্ট দলেও নেই তার নাম। কাছাকাছি সময়ে বাইশ গজের ব্যস্ততা না থাকায় জীবনের নতুন ইনিংস খেলতে নেমেছেন এই ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেও ফেলেছেন রিঙ্কু সিং। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তাদের বাগদানের ছবি প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

তবে সংসদ সদস্য প্রিয়ার বাবা তুফানি সরোজ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দুই পরিবারের পক্ষ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া পর্যায়ে রাখা হয়েছে। বাগদানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা খুব খুশি।’

অনুষ্ঠানে হাজির হন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। তিনি বলেন, ‘দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওরা সুখী হোক।’ সোশাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রিঙ্কুর পরনে সাদা শেরওয়ানি ও প্রিয়া সুসজ্জিত হালকা গোলাপি লেহেঙ্গায়।

বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষদিকে। ভারতের আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে তাদের বিয়ে। সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন। 

এমআই