Advertisement
Us Bangla Airlines
আইপিএল শেষে কার পকেট কতটা ভারি হলো?

আইপিএল শেষে কার পকেট কতটা ভারি হলো?

খেলা ডেস্ক

০৪ জুন ২০২৫, ১৩:১০

নামে, ভারে আইপিএলে সবসময়ই এগিয়ে থাকতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে শিরোপা জয়ের মুকুটটা আর পরা হয়নি। অবশেষে ১৮ বছরের অপেক্ষা কাটিয়ে গতকাল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলির আরসিবি। দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে তারা।

পুরো আসর জুড়ে দাপট দেখিয়েছিল কখনো শিরোপা না জেতা এই দুই দল। লিগপর্বের ১৪ ম্যাচে সমান ৯টি জয়, ৪ হার ও একটি ভেস্তে যায় বৃষ্টিতে। ফাইনলা ম্যাচেও একটা সময় পর্যন্ত আরসিবির বিপক্ষে সমানতালে লড়ছিল পাঞ্জাব। তবে শেষবেলায় ক্রুনাল পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে পার্থক্য গড়ে দেয়।

ম্যাচের শেষ ওভারে ২৯ রান তাড়া করতে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করছিলেন পাঞ্জাবের ব্যাটার শশাঙ্ক। তবে আরেকবার শিরোপাবঞ্চিত হয়েই আসর শেষ করতে হয়েছে তাদের। চ্যাম্পিয়ন হতে না পারলেও বড় অঙ্কের প্রাইজমানি পেয়েছে পাঞ্জাব। টাকার সংখ্যায় সর্বোচ্চ উপার্জন করেছে চ্যাম্পিয়ন হওয়া আরসিবি।

আইপিএলে চ্যাম্পিয়ন হয়েই ২০ কোটি রুপি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ কোটি ৫০ লাখ টাকারও বেশি। রানার্সআপ হয়ে পাঞ্জাব কিংস পেয়েছে ১২.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি ৮১ লাখ টাকা।

একনজরে আইপিএল-২০২৫ এর পুরস্কারের তালিকা

চ্যাম্পিয়ন : বেঙ্গালুরু (ট্রফি ও ২০ কোটি রুপি)
রানার্সআপ : পাঞ্জাব কিংস (শিল্ড ও ১২.৫ কোটি রুপি)
অরেঞ্জ ক্যাপ (আসরের সর্বোচ্চ ৭৫৯ রান) : সাই সুদর্শন (স্মারক ও ১০ লাখ রুপি)
পার্পল ক্যাপ (আসরের সর্বোচ্চ ২৫ উইকেট) : প্রসিধ কৃষ্ণা (স্মারক ও ১০ লাখ রুপি)
সুপার স্ট্রাইকার্স (২৪০) অফ দ্য ফাইনাল : জিতেশ শর্মা (ট্রফি ও ১ লাখ রুপি)
ফ্যান্টাসি কিং অফ দ্য ফাইনাল : শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)
সুপার সিক্সেস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৬টি ছক্কা) : শশাঙ্ক সিং (ট্রফি ও ১ লাখ রুপি)

ফোরস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ৪টি চার) : প্রিয়াংশ আর্য (ট্রফি ও ১ লাখ রুপি)
গ্রিন ডট বলস অফ দ্য ফাইনাল (সর্বোচ্চ ১২টি ডট বল) : ক্রুনাল পান্ডিয়া (স্মারক ও ১ লাখ রুপি)
প্লেয়ার অফ দ্য ফাইনাল (৪-১৭-২) : ক্রুনাল পান্ডিয়া (ট্রফি ও ৫ লাখ রুপি)
সেরা উদীয়মান ক্রিকেটার : সাই সুদর্শন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)
সুপার স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট : বৈভব সূর্যবংশী (টাটা কার্ভ গাড়ি)
ফ্যান্টাসি কিং অফ দ্য টুর্নামেন্ট : সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)
সুপার সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ ৪০টি ছক্কা) : নিকোলাস পুরান (ট্রফি ও ১০ লাখ রুপি)

ফোরস অফ দ্য টুর্নামেন্ট (আসরের সর্বোচ্চ চার) : সাই সুদর্শন (ট্রফি ও ১০ লাখ রুপি)
গ্রিন ডট বলস অফ দ্য টুর্নামেন্ট (সর্বোচ্চ ডট বল) : মোহাম্মদ সিরাজ (ট্রফি ও ১০ লাখ রুপি)
টুর্নামেন্টের সেরা ক্যাচ : কামিন্দু মেন্ডিস (ট্রফি ও ১০ লাখ রুপি)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ১০ লাখ রুপি)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার) : সূর্যকুমার যাদব (ট্রফি ও ১৫ লাখ রুপি)
সেরা মাঠ ও পিচ : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (ট্রফি ও ৫০ লাখ রুপি)

এমআই