Advertisement
Us Bangla Airlines
আইপিএলের ইতিহাসে এত রান আগে করেনি কোনো দল!

আইপিএলের ইতিহাসে এত রান আগে করেনি কোনো দল!

খেলা ডেস্ক

০৫ জুন ২০২৫, ১৮:৩৭

ভারত-পাকিস্তান যুদ্ধে স্থবির হয়ে পড়েছিল আইপিএল। উপায়ন্তর না দেখে মাঝপথে টুর্নামেন্ট স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে যুদ্ধ বিরতির পর পুনরায় মাঠে গড়িয়েছে আইপিএল। উত্তেজনা আর উদ্বিগ্নতা কাটিয়ে ইতোমধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আইপিএলের ১৮তম আসরে ১৮ জার্সিধারী বিরাট কোহলি প্রথমবারের মতো শিরোপার দেখা পেয়েছেন। অন্যদিকে, দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা পাঞ্জাব কিংস আরেকবার ট্রফির খুব কাছে এসেও শিরোপা হাতছাড়া করেছেন। তবে শিরোপা না পেলেও অবিশ্বাস্য রেকর্ড গড়েছে পাঞ্জাব কিংস।

ইতিহাস লেখার অপেক্ষায় আইপিএলের ১৮তম আসর

চলতি আসরে প্রীতি জিনতার পাঞ্জাবকে নেতৃত্ব দিয়েছেন গেল আসরে শিরোপা জেতা শ্রেয়াস আইয়ার। দলটির হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। আইপিএলের চলতি মৌসুমে ১৭ ইনিংস ব্যাটিং করে ৫০ গড়ে ৬০৪ রান করেছেন শ্রেয়াস। যা আইপিএলের ষষ্ঠ ও পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান।

আইপিএলে দশ দলের সেরা ১০০ জন ব্যাটারদের মধ্যে ১০ জনই পাঞ্জাবের। পরিসংখ্যানই বলে দেয়, চলতি মৌসুমে ব্যাট হাতে কতটা ধারাবাহিক ছিলেন পাঞ্জাবের ক্রিকেটাররা। তাতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে বসেছে শ্রেয়াস আইয়ারের দল।

শিরোপা ছাড়াই সেঞ্চুরির শীর্ষে, আইপিএলের সেরা দল কোনটি?

আইপিএলে এবারের মৌসুমে প্রথম দল হিসেবে ৩ হাজার রান করেছে পাঞ্জাব কিংস। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ৬ হাজার ২৭৫ দিন অতিবাহিত হলেও কোনো মৌসুমে একটি নির্দিষ্ট দলকে এত রান করতে দেখেনি কেউ। এবারই প্রথম এক মৌসুমে ৩ হাজার রান করে ইতিহাস গড়লো শ্রেয়াসের পাঞ্জাব।

এর আগে এক মৌসুমে সর্বোচ্চ ২৯০৬ রান করেছিল গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৩ সালে গুজরাট এবং ২০২৪ সালে এই কীর্তি গড়ে হায়দরাবাদ। গত দুই মৌসুমে এই দুই দল ফাইনাল খেলেছিল এবং উভয় দলই রানার্সআপ হয়েছিল। এবার সর্বোচ্চ রান করে রানার্সআপের কাতারেই ছিল পাঞ্জাব কিংস।

এমআই