Advertisement
Us Bangla Airlines
ধোনিকে হারিয়ে শেন ওয়ার্নকে ছুঁলেন শ্রেয়াস আইয়ার!

ধোনিকে হারিয়ে শেন ওয়ার্নকে ছুঁলেন শ্রেয়াস আইয়ার!

খেলা ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ১৩:২৪

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন গত হয়েছেন বছর তিনেক আগে। ক্রিকেটীয় ক্যারিয়ার থেকে সরেছেন এক যুগ পেরিয়েছে। তবুও ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার ওয়ার্নকে কীভাবে ছুঁলেন? না, দৌড় প্রতিযোগিতার কথা বলা হচ্ছে না। রেকর্ডের সংখ্যায় শেন ওয়ার্নকে ছুঁয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস।

আইপিএলের গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এই ব্যাটার। কেকেআরের হয়ে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস শাহরুখ খানকে শিরোপাও উপহার দিয়েছেন। তবে শিরোপা জয়ী অধিনায়ককে নিয়ে এবার খুব একটা আগ্রহ দেখায়নি কলকাতা। ফলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন শ্রেয়াস আইয়ার।

ইতিহাসের সাক্ষী হতে চলছেন ধোনি

প্রীতি জিনতার দলেও অধিনায়কত্বের দায়িত্ব ভার সামলাচ্ছেন এই ডানহাতি। এমনকি ক্যাপ্টেন হিসেবে গড়েছেন নতুন রেকর্ডও। আইপিএলে অধিনায়ক হিসেবে টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন শ্রেয়াস আইয়ার।

নতুন রেকর্ড গড়তে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে হারিয়েছেন তিনি। ২০১৩ সালের আইপিএলে চেন্নাইকে টানা ৭ ম্যাচ জয় উপহার দিয়েছিলেন এমএস ধোনি। তবে অধিনায়ক হিসেবে আইপিএলে একটানা ৮ ম্যাচ জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্নের।

২০০৮ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসকে টানা ৮ ম্যাচ জিতিয়েছিলেন এই কিংবদন্তি স্পিনার। এবার টানা ৮ ম্যচ জয়ে শেন ওয়ার্নকে ছুঁয়েছেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

অবশ্য পাঞ্জাবের হয়ে টানা ৮ ম্যাচ জিতেননি শ্রেয়াস। গেল বছর কলকাতার অধিনায়ক হিসেবে সবশেষ ৬ ম্যাচ জিতেছিলেন ৩০ বছর বয়সী এই অধিনায়ক। এবার পাঞ্জাবের হয়ে শুরুর ২ ম্যাচ জিতেছিলেন তিনি। সবমিলিয়ে টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ডে নাম লেখালেন আইপিএলের শিরোপা জেতা এই অধিনায়ক।

আইপিএলে শুরুর ২ ম্যাচ জেতার পর বাকি ৭ ম্যাচে মাত্র ৩ জয়ের দেখা পেয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া বাকি ১ ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে এখনো প্লে-অফে খেলার সম্ভবনা রয়েছে শ্রেয়াস আইয়ারদের সামনে।

এমআই