Advertisement
Us Bangla Airlines
আইপিএলের ইতিহাসে এমন বোলিং আগে দেখা যায়নি

আইপিএলের ইতিহাসে এমন বোলিং আগে দেখা যায়নি

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৫, ১২:০২

আইপিএলের গত মৌসুমে মোস্তাফিজের সঙ্গে একত্রে চেন্নাইতে খেলেছিলেন শার্দুল ঠাকুর। চলতি মৌসুমে আইপিএলের ড্রাফট থেকে এই দুই ক্রিকেটারকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কেউ। ফিজ শেষ পর্যন্ত কোনো দলে সুযোগ না পেলেও নেট বোলার হিসেবে লখনৌতে জায়গা মিলেছিল শার্দুলের।

নেট বোলার থেকে দলের স্কোয়াডে যোগ হওয়া নতুন কিছু নয়। মহসিন খানের ইনজুরিতে লখনৌ সুপার জায়ান্টসের একাদশে জায়গা পেয়ে যান শার্দুল ঠাকুর। এরপর যেন নিজের সক্ষমতার জানান দিচ্ছেন তিনি। মাত্র ৫ ম্যাচেই ৯ উইকেট তুলেছেন এই ফাস্ট বোলিং অলরাউন্ডার।

আইপিএলের ইতিহাসে এমন বোলিং আগে দেখা যায়নি

হায়দ্রাবাদের বিপক্ষে ৪ উইকেট তুলে প্রতিপক্ষ থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। অবশ্য পরবর্তী ম্যাচগুলোতে খরুচে শার্দুলের দেখা মিলেছে। এর মধ্যে গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বিব্রতকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন শার্দুল ঠাকুর।

কেকেআরের বিপক্ষে নিজের এক ওভার শেষ করতে ১১ বল করেছেন শার্দুল ঠাকুর। তবে এর মাঝে প্রথম ৫ বলই ছিল ওয়াইড! কেকেআরের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে এমন কাণ্ড ঘটান তিনি। আর সেটাই হয়ে গিয়েছে রেকর্ড। আইপিএলে সবচেয়ে লম্বা ওভার করার রেকর্ডে নাম লেখালেন এই ফাস্ট বোলার।

এর আগেও আইপিএলে ১১ বলের ওভার দেখা গিয়েছে। ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে তুষার দেশপাণ্ডে ১১ বলে ওভার শেষ করেছিলেন। লখনৌর বিপক্ষে ম্যাচের তৃতীয় ওভারে তিনটি ওয়াইড এবং ২টি নো বলে করেছেন তুষার। 

একইবছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১১ বলের ওভার করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার মোহাম্মদ সিরাজ। ম্যাচের ১৯তম ওভারে বল করতে এসে সেবার ৫টি ওয়াইড করে বসেন আরসিবির সাবেক ফাস্ট বোলার। 

এমআই