
আইপিএল থেকে বাংলাদেশ দলে, কে এই জেমস প্যামেন্ট?
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ১৭:৩২
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে টানা ৭ বছর ফিল্ডিং কোচের দায়িত্ব সামলিয়েছেন জেমস প্যামেন্ট। চলতি বছরেই আইপিএল ছেড়েছেন তিনি। এরমধ্যেই নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। সাবেক কিউই ক্রিকেটারকে গতকাল ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়ে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে দল গোছানো শুরু করে দিয়েছে ফারুক আহমেদের বোর্ড। ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে আরও ২ বছরের জন্য নিয়োগ পেয়েছেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। সহকারী কোচ হিসেবে সালাহউদ্দিনের নিয়োগ চূড়ান্ত। এছাড়া নতুন বোলিং কোচ নিয়োগ দেওয়া নিয়ে সংক্ষিপ্ত তালিকাও সেরেছে বিসিবি।
এর মাঝেই ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ৪৭টি ম্যাচ খেলা এই ক্রিকেটার কোচ হিসেবে বেশি পরিচিত।
ভারতের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবে ২০১৮ সাল থেকেই দায়িত্ব পালন করছেন জেমস প্যামেন্ট। সহকারী কোচ হিসেবে খেলোয়াড়দের ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। এর মাঝে নর্দান ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
নিউজিল্যান্ড জাতীয় দলে দুই দফায় ফিল্ডিং স্পেশালিস্ট এন্ড ডেভেলপমেন্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন জেমস প্যামেন্ট। এছাড়া কিউইদের ২০১২ যুব বিশ্বকাপে একই পদে ছিলেন তিনি। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের খণ্ডকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলিয়েছেন এই ৫৬ বছর বয়সী প্যামেন্ট।
এমআই