Advertisement
Us Bangla Airlines
তিলকের এমন ‘সাফল্য’ দেখতে চাইবে না কেউ!

তিলকের এমন ‘সাফল্য’ দেখতে চাইবে না কেউ!

খেলা ডেস্ক

০৮ এপ্রিল ২০২৫, ১৮:৫১

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে টানা চার মৌসুম খেলছেন মিডল অর্ডার ব্যাটার তিলক ভর্মা। গতকাল নিজেদের হোম ভেন্যুতে আরসিবির হয়ে স্কোয়াডে ছিলেন এই ব্যাটার। কোহলিদের বিপক্ষে ব্যাট হাতে বেশ আগ্রাসী ছিলেন তিলক ভর্মা। ৪ বাউন্ডারি আর ৪ ছক্কায় ২৯ বলে ৫৬ রান করে আউট হন তিনি।

তিলকের বিধ্বংসী ফিফটি শেষ পর্যন্ত রোহিতদের হার ঠেকাতে পারেনি। ঘরের মাটিতে আরসিবির বিপক্ষে প্রায় ১০ বছর পর পরাজয়ের লজ্জা হজম করেছে মুম্বাই ইন্ডিয়ানস। সবশেষ ২০১৫ সালের মে মাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইকে ৩৯ রানে হারিয়েছিল আরসিবি।

মুম্বাইয়ের এমন হারের সঙ্গে ব্যতিক্রমীভাবে জড়িত তিলক ভর্মা। আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে এখন পর্যন্ত ৪৩ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। তাতে ৩৯ গড়ে করেছেন ১৩০৭ রান। যেখানে ফিফটির সংখ্যা ৭টি। আইপিএলে তিলক ভর্মা ফিফটি হাঁকিয়েছেন এমন সব ম্যাচ হেরেছে মুম্বাই।

২০২২ সালে রাজস্থান রয়েলসের বিপক্ষে প্রথম ফিফটির দেখা পান তিলক ভর্মা। সেই ম্যাচে ৩৩ বলে ৬১ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। তবুও ম্যাচটি ২৩ রানে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ানস। একই বছরে চেন্নাইয়ের বিপক্ষে অপরাজিত ৫১ রান করেন তিলক। ধোনিদের কাছে সেই ম্যাচে ৩ উইকেটে হেরেছিল রোহিত শর্মারা।

২০২৩ সালে আইপিএলে একটি মাত্র ফিফটি হাঁকিয়েছিলেন তিলক ভর্মা। গ্রুপ পর্বের ৫ম ম্যাচে আরসিবির বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যা এখন পর্যন্ত তার ব্যক্তিগত সর্বোচ্চ রান। কিন্তু তিলকের সেই মাইলফলককে টপকিয়ে ওপেনিং জুটির জোড়া ফিফটিতে ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয় আরসিবি।

আইপিএলের গত মৌসুমেও ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন তিলক ভর্মা। গ্রুপ পর্বের ৮ম ম্যাচেই হায়দ্রাবাদের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ফিফটি দেখা পেয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত ৩১ রানে হেরে যায় মুম্বাই। এরপর রাজস্থানের বিপক্ষে ৪৫ বলে ৬৫ রান করার পরেও সেই ম্যাচে তিলকরা হেরেছিলেন ৯ উইকেটে। 

গত আসরের শেষ দিকে গিয়ে দিল্লিকে প্রায় কাঁপিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সেই ম্যাচে ৩২ বলে ৬৩ রান করেছিলেন তিলক ভর্মা। দুর্ভাগ্যের কবলে পড়ে রান আউটে কাটা পড়েন এই বাঁহাতি। লক্ষ্যের খুব কাছাকাছি ম্যাচটি ১০ রানে হেরেছিল হার্দিক পান্ডিয়ার দল।

গতকাল নিজেদের হোম ভেন্যুতে আরসিবির বিপক্ষে আসরের প্রথম ফিফটির দেখা পান তিলক। তবুও কোহলিদের বিপক্ষে নিজেদের ঘরের মাটিতে ৩ হাজার ৬১৯ দিন পর হারের দেখা পান তারা। সবমিলিয়ে আইপিএলে তিলকের ৭টি ফিফটি পাওয়া সব ম্যাচেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ানস। লজ্জার কলরবে এমন দুর্ভাগ্যজনক সাফল্য নিশ্চয়ই দেখতে চাইবে না মুম্বাইয়ের ভক্তরা।

এমআই