Advertisement
Us Bangla Airlines
কেমন কেটেছিল ধোনির শৈশব?

কেমন কেটেছিল ধোনির শৈশব?

খেলা ডেস্ক

০৭ এপ্রিল ২০২৫, ২০:২২

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাইশ গজে ধোনির বুদ্ধিমত্তায় ভারত কত ম্যাচ জিতেছিল, তার ইয়েত্তা নেই। এমনকি উইকেটের পেছনে ধোনির ক্ষিপ্রতাকেও এখনো পেছনে ফেলতে পারেনি অন্য কেউ। জাতীয় দলে খেললেও সেই ধোনি এখনো আইপিএলে ক্রিকেট খেলছেন।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে ৪৩ বছরের ধোনির সেই উইকেটকিপিং এখনো পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। উইকেটের পেছনে শৃঙ্খল ধোনি বাস্তব জীবনেও বেশ নিয়ম মেনে চলেন। ধোনির এতটা সময়ানুবর্তিতা মেনে জীবন পরিচালনার কারণ তার শৈশব। পরিবারের চাপে বাল্যকাল থেকে শৃঙ্খল জীবনযাপন করেছেন এই তারকা।

ধোনির বাড়িতে তল্লাশি, নেপথ্যে কারণ কী?

সম্প্রতি রাজ শামানির সঙ্গে একটি পডকাস্টে নিজের শৈশব নিয়ে কথা বলেছেন ভারতীয় গ্রেট মহেন্দ্র সিং ধোনি। সেখানে নিজের শৃঙ্খল জীবনের নেপথ্যে পরিবারের অবদানও উল্লেখ করেছেন এই ক্রিকেটার।

ধোনি বলেন, ‘ছোটবেলায় বাবাকে খুবই ভয় পেতাম। বাবা প্রচণ্ড কড়া ছিলেন। শৃঙ্খলার দিক থেকে কড়া। সময় মেনে চলা পছন্দ। বাবা খুবই গোছানোও। হয়তো এ কারণেই আমিও এমন হয়েছি।’

বাবাকে ভয় পেলেও তার থেকে ঠান্ডা থাকার গুণ পেয়েছেন বলেও জানিয়েছেন এই ক্রিকেটার। এমনকি বাবার কড়া শাসনে ছোটবেলার দুষ্টমি থেকেও দূরে থেকেছেন তিনি।

চেন্নাইয়ে এত কম টাকায় খেলছেন ধোনি!

পডকাস্টে ধোনি বলেন, ‘আমার বন্ধুরা দেওয়ালেও উঠে পড়তেন। নিজেদের এলাকায় দাপিয়ে বেড়াতেন। আমার কখনও এই সাহসটা হয়নি। কারণ, বাবা যদি দেখে, তা হলে কী হবে ভেবেই আতঙ্ক হত। কিন্তু, কী হবে, সেটা আমাদেরও জানা ছিল না। তবুও এই ভয়টা থাকত।’

ধোনি নিজের কাছে মোবাইল রাখেন না। আইপিএলের পর বাকি সময়টা সকলের নজরের বাইরে থাকেন। এর কারণও ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি যে জীবনে কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভুগি তা নয়। একটা রুটিন মেনে চলতে পছন্দ করতাম। এখনও সেটাই করি। একটা সহজ জীবন কাটাই। আসলে আমি ওই জীবনেই অভ্যস্ত।’

এমআই