Advertisement
Us Bangla Airlines
নাইমের বোলিং তোপে লিড পেল বাংলাদেশ

নাইমের বোলিং তোপে লিড পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

২০ জুন ২০২৫, ১৪:১৭

টার্নটা বুঝতে পারেননি আসিথা ফার্নান্দো। পূর্বপরিকল্পিত রির্ভাস সুইপ খেলতে গিয়ে নাইমের বলে বোল্ড হয়েছেন এই ব্যাটার। তাতে বাংলাদেশ থেকে দশ রানে পিছিয়ে ৪৮৫ রানে থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। পাশাপাশি ক্যারিয়ারের চতুর্থ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ফাইফারের দেখা পেয়েছেন এই ডানহাতি স্পিনার।

টসে জিতে শুরুতে ব্যাট করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল। এরপর শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হওয়ায় ১০ রানের লিড পেল টাইগাররা। বিদেশের মাটিতে প্রথমবার বল করতে নেমে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন স্পিনার নাইম হাসান।

এর আগে গতকাল গলে ৯৩ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ ৩৮.২ ওভারে ১১৭ রানে বাকি ৬ উইকেট হারিয়ে অলআউট হয় স্বাগতিকরা। শ্রীলঙ্কার হয়ে আরেকটি ফিফটি হাঁকিয়েছেন কামিন্দু মেন্ডিস। তবে সেঞ্চুরির ১৩ রান বাকি থাকতেই ৮৭ রান করে আউট হয়েছেন তিনি।

ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া এই ডানহাতি থেমেছিলেন ১৮৭ রানে। মাত্র ১৩ রানের আক্ষেপ যে নিশাঙ্কাকে বেশ পুড়িয়েছে, দিনের খেলা শেষে তা স্পষ্ট করেছেন এ ব্যাটার। সেই ১৩ রানের আক্ষেপে পুড়েছেন বাঁহাতি ব্যাটার কামিন্দু মেন্ডিস।

টাইগার বোলারদের ভুগিয়ে তৃতীয় দিন শেষ করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার হয়ে গতকাল ফিফটির দেখা পেয়েছেন দিনেশ চান্দিমাল। তিনে নামা এই ব্যাটারকে ফিরিয়ে বিদেশের মাটিতে উইকেটের সূচনা করেছিলেন ডানহাতি স্পিনার নাইম হাসান। এরপর আজ ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, থারিুন্ডু রত্নায়েকে ও আসিথা ফার্ন্দাদোকে ফিরেয়ে ক্যারিয়ারের চতুর্থ ফাইফারের দেখা পেয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলেছেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ও মুমিনুল। ১৯ ওভারে ৯৭ রান খরচ করলেও কোনো উইকেট পাননি ফাস্ট বোলার নাহিদ রানা।

এমআই