Advertisement
Us Bangla Airlines
অভিষেক ম্যাচেই বল হাতে খালেদের রেকর্ড, জিতল রংপুর

অভিষেক ম্যাচেই বল হাতে খালেদের রেকর্ড, জিতল রংপুর

খেলা ডেস্ক

১১ জুলাই ২০২৫, ১২:৫৩

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) উদ্বোধনী ম্যাচে জিতেছে সাকিবের দুবাই ক্যাপিটালস। ব্যাট হাতে অপরাজিত ৫৮ রান ও বল হাত ৪ উইকেট তুলে দলকে জিতিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স আজ গায়ানা অ্যামাজনকে ৮ রানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে।

জিএসএলে এদিন রংপুরের হয়ে অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। বিপিএলে কখনো রংপুরের হয়ে খেলার সুযোগ না পেলেও জিএসএলে ডাক পান সিলেটের এই পেসার। তাতে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। এমনকি তাঁর দুর্দান্ত বোলিংয়ে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে জিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজনের বিপক্ষে চার ওভার বোলিং করেছিলেন খালেদ আহমেদ। তাতে ৩৬ রান খরচায় শিকার করেছেন প্রতিপক্ষের ৪ উইকেট। ক্যারিবিয়ান দলটির মিডল অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছেন এই পেসার। হেটমায়ার, রাদারফোর্ড, প্রেটোরিয়াস ও স্প্রিঙ্গারের উইকেট পর্যায়ক্রমে তুলে নিয়েছেন তিনি।

জিএসএলে অভিষেক ম্যাচে এটা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। তবে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে এটাই সেরা পারফরম্যান্স। এর আগে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়েছিলেন রংপুরের পেসার জ্যাক চ্যাপল। জিএসএলের গেল আসরে প্রথম ম্যাচেই ৫ উইকেট শিকার করেছিলেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার।

চ্যাপলের ফাইফার ছাড়া রংপুরের হয়ে এই টুর্নামেন্ট ৪ উইকেট পেয়েছিলেন কেবল একজন। গেল মৌসুমে ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছিলেন পেসার কামরুল ইসলাম রাব্বি। ফোরফারের তালিকায় রাব্বির পরে রংপুরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন খালেদ আহমেদ। 

সবমিলিয়ে এটা জিএসএলের পঞ্চম সেরা বোলিং ফিগার। এ তালিকায় একমাত্র ফাইফার তুলে সবার ওপরে আছেন গেল মৌসুমে রংপুরের হয়ে খেলা ইংলিশ পেসার জ্যাক চ্যাপল।

গ্লোবাল লিগের সূচি প্রকাশ, রংপুরের খেলা যেদিন

এদিকে খালেদ আহমেদের রেকর্ডের দিনে জয়ের দেখা পেয়েছে রংপুর রাইডার্স। টসে জিতে শুরুতে ব্যাটিং করা রংপুর ওয়ানডে মেজাজের শুরু পেয়েছিল। পরে কাইল মায়ার্স, অধিনায়ক সোহান ও পাক তারকা ইফতেখারের ব্যাটে চড়ে ১৬২ রানের সংগ্রহ পায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দলটি।

জবাবে ব্যাট করতে নেমে ১৫৪ রানে সব উইকেট হারায় ক্যারিবিয়ান দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। রংপুরের হয়ে ৪টি উইকেট শিকার করেন পেসার খালেদ আহমেদ। এ ছাড়া আজমতউল্লাহ ওমরজাই ও তাবরিস শামসি ২টি এবং হারমিত সিং ও ইফতেখার আহমেদ ১টি করে উইকেট পেয়েছেন।

এমআই