Advertisement
Us Bangla Airlines
৪০০ রান না করেও টেস্ট ইতিহাসের ‘সর্বোচ্চ রান সংগ্রাহক’ মুল্ডার!

৪০০ রান না করেও টেস্ট ইতিহাসের ‘সর্বোচ্চ রান সংগ্রাহক’ মুল্ডার!

খেলা ডেস্ক

০৭ জুলাই ২০২৫, ২১:০৬

২৯৭ বলে ৩০০, পরবর্তী ৩৭ বলে উইয়ান মুল্ডারের ৬৭ রান। জিম্বাবুয়ের বোলারদের যেভাবে তুলোধুনো করছিলেন, ৪০০ রান করা যেন সময়ের ব্যাপার। কিন্তু এর মাঝেই বাধ সাধলো বেরসিক বিরতি। লাঞ্চের পরেই মুল্ডারের ব্যাটে ৪০০ রান দেখার অপেক্ষায় ছিল বিশ্ব ক্রিকেট। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই মুল্ডারই ইনিংস ঘোষণা করে বসেন।

ফলে অপরাজিত ৩৬৭ রানেই থামে মুলডারের রেকর্ড গড়া টেস্ট ইনিংস। টেস্ট ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ রানে নিজের নাম লিখিয়ে ইনিংস ঘোষণা করেন এই প্রোটিয়া অধিনায়ক। তবে মাত্র ৩৪ রান করলেই কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চার শতাধিক রান করতেন তিনি।

হাতে থাকা সুযোগটা কেন হাতছাড়া করলেন মুল্ডার, তা এখনো জানা যায়নি। তবে ইনিংস ঘোষণার আগে রেকর্ডবুক তছনছ করেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। যার একটিতে ৪০০ রান না করেও টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন উইয়ান মুল্ডার।

বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন মুল্ডার। অধিনায়কত্বের অভিষেকেই তিন শতাধিক রান করেছেন তিনি। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এর আগে এত রান করেনি কোনো ক্রিকেটার। এর আগে ১৯৬৮ সালে নেতৃত্বের অভিষেক ম্যাচে সর্বোচ্চ ২৩৯ রান করেছিলেন নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং। 

এদিকে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন উইয়ান মুল্ডার। এর আগে টপ অর্ডার ব্যাটার হাশিম আমলা প্রোটিয়াদের একমাত্র ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন। অন্যদিকে দ্রুততম সেঞ্চুরিতেও নাম লিখিয়েছেন মুল্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে ২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এটি। ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করে এখনো দ্রুততম রেকর্ডটি নিজের নামে ধরে রেখেছেন ভারতের বীরেন্দ্র শেবাগ।

এমআই