Advertisement
Us Bangla Airlines
রেকর্ড গড়া ম্যাচে জ্যোতিদের রেকর্ড জয়

রেকর্ড গড়া ম্যাচে জ্যোতিদের রেকর্ড জয়

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ১৭:১৮

ব্যাট করতে নেমেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির মেইডেন সেঞ্চুরিতে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ পেয়েছিল টাইগ্রেসরা। যা বাংলাদেশ নারী দলের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। ব্যাট হাতে ইতিহাস গড়ার ম্যাচে বল হাতেও রেকর্ড গড়েছে বাংলাদেশ।

দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে থাইল্যান্ড। ২৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে থাইল্যান্ড নারী দল গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানেই। তাতে ১৭৮ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যা বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

আজ (বৃহস্পতিবার) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান থাই অধিনায়ক নারুয়েমল চাওয়াই। শুরুতে ব্যাট করতে নেমে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ।

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার। জবাবে ২৮ দশমিক ৫ ওভারেই দলীয় ৯৩ রানে অলআউট হয়ে গেছে থাই মেয়েরা। পাঁচটি করে উইকেট শিকার করেছেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। 

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না থাইল্যান্ডের। দলীয় ৩৮ রানের মাথায় তাদের উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিমা। ২৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন থাই ওপেনার ছানিদা সুথিরুয়াং। পরপর আরও দুটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আটকে ফেলেন ফাহিমা। এরপর তোপ দাগেন জান্নাতুল। একের পর এক উইকেটের উৎসবে শেষ পর্যন্ত ৯৩ রানে গুটিয়ে গেছে থাই মেয়েরা। 

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে উদ্বোধনী জুটি ভেঙেছিল টাইগ্রেসদের। ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা তানজিম ১৩ বলে ৮ রান করেন। দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন মিলে শতরানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন। আউট হওয়ার আগে ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা। 

চারে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে আবারও বড় জুটি গড়েন শারমিন। ১৩৮ বলে ১৫২ রান এসেছে এই জুটি থেকে। তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও এটি।

এমআই