Advertisement
Us Bangla Airlines
নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যত সেঞ্চুরি

নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যত সেঞ্চুরি

খেলা ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করায় পাকিস্তানে বাছাইপর্ব খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আজ থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। নারীদের কোচ সারোয়ার ইমরান দেশ ছাড়ার আগেই জানিয়েছিলেন, দলের ২৫০ রানের বেশি করার সামর্থ্য আছে। থাইল্যান্ডের বিপক্ষে সেটাই করে দেখালেন জ্যোতিরা।

থাই নারীদের বিপক্ষে স্কোরবোর্ডে ২৭১ রান তুলেছে বাংলাদেশ। যা টাইগ্রেসদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড সংগ্রহ। এর আগে এই রেকর্ডটা ছিল গত বছরের নভেম্বরে। মিরপুরে সেবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ রান করেছিল বাংলাদেশ। এবার সেটা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লো জ্যোতির দল।

ইতিহাস গড়ার দিনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১৫ বাউন্ডারি আর ১ ছক্কায় মাত্র ৮০ বলে অপরাজিত ১০১ রান করেন এই ক্রিকেটার। ৫৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটাই নিগারের প্রথম সেঞ্চুরি। এমনকি বাংলাদেশ নারী দলের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি।

টাইগ্রেসদের হয়ে ওয়ানডেতে এর আগে দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার ফারজানা হক পিংকি। ২০২৩ সালে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পান ফারজানা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পাশাপাশি সেটা বাংলাদেশ নারী ক্রিকেটেরও প্রথম শতক ছিলো। বির্তকিত সেই ম্যাচে ফলাফল ছিল ড্র।

একই বছরে আরেকটি শতকের দেখা পেয়েছিলেন ফারজানা হক। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই ম্যাচে ১৬৭ বলে ১০২ রান করেছিলেন এই ওপেনার। যা বাংলাদেশের দ্বিতীয় শতকের পাশাপাশি ফারজানার ২য় সেঞ্চুরি। প্রোটিয়াদের বিপক্ষে শতক হাঁকানোর পরেও সেই ম্যাচটি হারে বাংলাদেশ।

এদিকে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচেও ওপেনিংয়ে নেমেছিলেন ফারজানা হক। এই ম্যাচেও ৮২ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে থাই নারীদের বিপক্ষে সেঞ্চুরির তালিকায় নিগারের নাম নতুন করে যুক্ত হলেও সেখানে আরেক ক্রিকেটারের নাম জমা হতে পারতো। নিগারের সঙ্গে জুটি করা শারমিন আক্তার অপরাজিত ৯৪ রানে ম্যাচ শেষ করেন।

এমআই