
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন তারকা পেসার
খেলা ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১১:৩১
জাতীয় দলের স্কোয়াডে শেষদিকে এসে অনিয়মিত হয়ে পড়েছিলেন জাহানারা আলম। সবশেষ আয়ারল্যান্ড সিরিজে খেললেও সেই ক্ষুরধার জাহানারার দেখা মিলেনি। এরপর মানসিক স্বাস্থ্যের কথা বলে ক্যারিবিয়ান সিরিজসহ জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে গিয়েছিলেন এই নারী পেসার।
এর মাঝে অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছিলেন জাহানারা আলম। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন জাহানারা। সেখান থেকে কবে ফিরবেন তা-ও জানাননি তিনি। মাঝে বাংলাদেশে নারী ডিপিএল অনুষ্ঠিত হলেও সেখানে দেখা মিলেনি তার। এরই মাঝে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।
জানা যায়, গেল কয়েক মাস আগেই বিসিবিকে জাহানারা বলেছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকে তার নাম সরিয়ে দিতে। তবে বিসিবি চলতি মার্চ পর্যন্ত বিবেচনা করেছে কেন্দ্রীয় চুক্তিতে। এবার নতুন চুক্তির তালিকা থেকে বাদ পড়ল জাহানারার নাম।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। তিনি বলেন, জাহানারা আগেই জানিয়েছিল তার নাম চুক্তির বাইরে রাখার জন্য। আমরা সেটি এখন বিবেচনা করলাম।
এর আগে কেন্দ্রীয় চুক্তি নিয়ে জাহানারা বলেছিলেন, ‘আমার ছুটির জন্য যে ই-মেইল করেছি সেখানেই বলেছিলাম। আমি যেহেতু খেলছি না, ছুটি নিচ্ছি, আমি চাচ্ছিলাম যে আমাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে রাখতে। আমি অনুরোধ করেছিলাম, পরে সুমন ভাই আমাকে ফোন করে বলেন যে তোমাকে সেন্ট্রাল চুক্তিতে আপাতত রেখেছি, ছুটি নাও, অসুবিধা নেই। আমি বলেছিলাম যে আমাকে রাইখেন না। পরে আবারও ফোন দিয়েছিলেন, উনাদের সঙ্গে আবার কথা হয়েছে এভাবে।’
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর বিসিবি সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। গত মৌসুমে সেখানে জাহানারার নাম থাকলেও এবার তাঁর অনুরোধে নাম সরিয়েছে বিসিবি।
এমআই