Advertisement
Us Bangla Airlines
অক্টোবরে নতুন টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ

অক্টোবরে নতুন টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ১৩:৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে জোর প্রস্তুতি সারছে প্রতিটি দল। বিশ্বকাপের আগেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে আফগানিস্তান। পুরোনো এফটিপির না খেলা অংশ হিসেবে এই সিরিজ আয়োজনের পরিকল্পনা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের।

বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। সংবাদমাধ্যমটি জানায়, আগামী সেপ্টেম্বর মাসে হতে যাওয়া এশিয়া কাপের পর এবং অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এই সিরিজটি অনুষ্ঠিত হতে পারে। 

২০২৪ সালের জুলাইয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে সূচি পরিবর্তন করে কেবল ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ-আফগানিস্তান। ৫০ ওভারের সিরিজ হলেও এখনো দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেনি এই দুই দল।

ক্রিকইনফো বলছে, আগামী বছর দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়েও আলোচনা করছে উভয় দেশের ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত যদি টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হয়, তবে এটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে।

আফগান অধিনায়কের কণ্ঠে নাজমুলের সুর

এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছিলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’

এদিকে ২০২৪ বিশ্বকাপে টি-টোয়েন্টি ফরম্যাটে শেষবার বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। যেখানে বৃষ্টি আইনে হওয়া ম্যাচে ৮ রানে হেরে যায় বাংলাদেশ। সেই জয়ে আফগানরা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বাদ পেয়েছিল।

এমআই