
দুই তারকাকে বাদ দিয়ে আফগানদের স্কোয়াড ঘোষণা
খেলা ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৬:১৪
আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের নতুন আসর। একই ভেন্যুতে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজকে ঘিরে ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দলটির নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান। তবে ২২ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি আরেক তারকা স্পিনার মুজিব-উর-রহমান। ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের সবশেষ খেলেছিলেন মুজিব। ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই ডানহাতি সম্প্রতি আফগানদের ঘরোয়া লিগেও খেলেছেন।
কাবুলে অনুষ্ঠিত শপাগিজা ক্রিকেট লিগে ৯ ম্যাচ খেলেছেন মুজিব-উর-রহমান, যেখানে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। যা পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে লোয়ারঅর্ডারে নেমে চার ইনিংসে ৪৮ রান করেছেন তিনি। তবুও প্রাথমিক দলে জায়গা পাননি এই স্পিনার।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন নাজিবউল্লাহ জাদরান। ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটে দলের বাকি সদস্যের তুলনায় এগিয়ে এই বাঁহাতি। ছক্কা হাঁকানোর সহজাত প্রতিভা আলাদা নজর কাড়েন নাজিবউল্লাহ। তবুও এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি তিনি।
এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। এর আগে পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে রশিদ খানের দল। যেখানে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার করে খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল উঠবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।
আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দরবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।
এমআই