Advertisement
Us Bangla Airlines
টেস্টের নেতৃত্বে বড় চমক, কে হলেন ভারতের নতুন অধিনায়ক?

টেস্টের নেতৃত্বে বড় চমক, কে হলেন ভারতের নতুন অধিনায়ক?

খেলা ডেস্ক

২৪ মে ২০২৫, ১৪:৫৮

রোহিত শর্মার অবসর ঘোষণার পরেই ওঠেছিল আলোচনা। ভারতের সাদা পোশাকের পরবর্তী অধিনায়ক হচ্ছেন কে? সম্ভাব্য অধিনায়কের তালিকায় এসেছিল দুই ক্রিকেটারের নাম। টেস্ট দলের নিয়মিত মুখ শুভমান গিল এবং সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। তবে ইনজুরিপ্রবণ বুমরাকে এড়িয়ে গিলের ওপর আস্থা রাখলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

ইংল্যান্ডের বিপক্ষে আজ (২৪ মে) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ১৮ সদস্যের এই স্কোয়াডে শুবমান গিলকে টেস্ট অধিনায়ক এবং ঋষভ পন্তকে সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে অধিনায়কসহ স্কোয়াড ঘোষণা করেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ভারতের সামনে কঠিন সমীকরণ

গিলকে টেস্ট ফরম্যাটের অধিনায়ক হিসেবে ঘোষণা করার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে থাকা প্রতিটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। গত এক বছর শুভমান গিলের দিকে নজর ছিল। একইসঙ্গে ড্রেসিংরুম থেকেও ফিডব্যাক পেয়েছি। এটা একটা প্রচণ্ড চাপের কাজ, কিন্তু ও অসাধারণ একজন খেলোয়াড়। আমরা ওকে শুভেচ্ছা জানাই।’ 

ভারতের অধিনায়ক হিসেবে গিলের পাশাপাশি জাসপ্রিত বুমরার নামও শোনা যাচ্ছিলো। তবে বুমরাকে কেন অধিনায়ক বানানো হয়নি তার ব্যাখ্যাও দিয়েছেন অজিত আগারকার। তিনি বলেন, ‘আপনি কেবল এক-দুটি সফরের জন্য অধিনায়ক বেছে নিতে পারেন না। গত এক-দুই বছর ধরে আমরা গিলের মাঝে কিছু উন্নতি লক্ষ্য করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা বুমরাহকে খেলোয়াড় হিসেবেই বেশি চাই। অধিনায়কত্ব মানে হচ্ছে ১৫-১৬ জন খেলোয়াড়কে সামলানো, যা বিশাল চাপের কাজ। আমরা চাই, ও আমাদের জন্য একজন দুর্দান্ত বোলার হিসেবেই খেলুক।’

ভারতের টেস্ট স্কোয়াড

শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (সহঅধিনায়ক ও উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃঞ্চা, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুন নায়ার, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও অর্শদীপ সিং।

এদিকে গিলের নতুন যাত্রায় ভারতীয় স্কোয়াডে চমক দেখা গিয়েছে। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাই সুদর্শন, অর্শদীপ সিং এবং অভিমন্যু ঈশ্বরন। ঘরোয়া লিগে স্বাক্ষরতার প্রমাণ রেখে আট বছর পর জাতীয় দলে ফিরেছেন করুণ নাইর। এছাড়া শার্দুল ঠাকুরকেও ডাকা হয়েছে এই স্কোয়াডে।

বোর্ডার-গাভাস্কার সিরিজে থাকা সরফরাজ খান ও হার্শিত রানা ইংল্যান্ড সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ায় বদলি হিসেবে যাওয়া দেবদূত পাডিকেল ও তানুস কোটিয়ানকেও রাখা হয়নি এ দলে। 

এদিকে জাসপ্রিত বুমরাহকে রাখা হলেও সব ম্যাচ খেলবেন না তিনি। বিষয়টি জানিতে অজিত আগারকার বলেন, ‘আমাদের ফিজিওথেরাপিস্টরা জানিয়েছেন, জসপ্রিত বুমরাহ পাঁচটি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে কিছু ম্যাচে বিশ্রামে থাকবেন তিনি। এ কারণে তাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়নি।’

একনজরে ভারত-ইংল্যান্ড সিরিজের সূচি

ম্যাচ তারিখ (থেকে) তারিখ (পর্যন্ত) সময় ভেন্যু
১ম টেস্ট শুক্রবার, ২০ জুন ২০২৫ মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ বিকেল ৪টা হেডিংলি, লিডস
২য় টেস্ট বুধবার, ২ জুলাই ২০২৫ রবিবার, ৬ জুলাই ২০২৫ বিকেল ৪টা এজবাস্টন, বার্মিংহাম
৩য় টেস্ট বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ সোমবার, ১৪ জুলাই ২০২৫ বিকেল ৪টা লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন
৪র্থ টেস্ট বুধবার, ২৩ জুলাই ২০২৫ রবিবার, ২৭ জুলাই ২০২৫ বিকেল ৪টা ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার
৫ম টেস্ট বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ সোমবার, ৪ আগস্ট ২০২৫ বিকেল ৪টা কেনিংটন ওভাল, লন্ডন

এমআই