Advertisement
Us Bangla Airlines
মিরাজ-মুমিনুল থেকেও পিছিয়ে রোহিত শর্মা!

মিরাজ-মুমিনুল থেকেও পিছিয়ে রোহিত শর্মা!

খেলা ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯

সাদা পোশাকে বছরের শুরুটা ভালো হলেও শেষ বেলায় রান খরায় ভুগছেন রোহিত শর্মা। চেন্নাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ সিরিজ থেকেই ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন ভারতের অধিনায়ক। টাইগারদের সাথে দুই ম্যাচ সিরিজের তিন ইনিংসেই আউট হয়েছেন একক সংখ্যার ঘরে। কিউইদের বিপক্ষে একটা অর্ধশতক পেলেও বাকিটা সময় বিবর্ণ ছিলেন রোহিত। কাপ্তানের মলিন ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। 

পার্থে গত ২২ নভেম্বর শুরু হওয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে জয় তুলে নেয় ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে এ ম্যাচে নেতৃত্ব দেন জাসপ্রিত বুমরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তবে দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন ভারতীয় কাপ্তান। দলের প্রয়োজনে নিজের ব্যাটিং অর্ডারে এনেছেন পরিবর্তন।

২০১৮ এর পর প্রথমবার ছয়ে ব্যাট করতে আসা রোহিত এবারও রান পাননি। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ২৩ বলে ৩ রান করে আউট হয়েছেন এ ব্যাটার। সবশেষ ৫ ইনিংসের প্রতিবারই ২০ রানের আগে আউট হয়েছেন কানপুরের ছেলে।

পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ সিরিজ থেকে এখন পর্যন্ত মোট ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। যেখানে ১১ ইনিংসে মাত্র ১২ গড়ে করেছেন ১৩৬ রান। এর মধ্যে ৭ ইনিংসে আউট হয়েছেন একক সংখ্যার ঘরে। 

ভারত সিরিজসহ গত চার মাসে ৬টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১২ ইনিংস ব্যাট করেছেন মিরাজ, মুমিনুল। ১২ ইনিংসে ২৯ গড়ে ৩২৭ রান করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। সমানসংখ্যক ইনিংসে সাবেক কাপ্তান মুমিনুলের রান ২৬৯। কয়েক ইনিংস কম খেলা শান্ত, সাদমানরাও রান-গড় বিবেচনায় রোহিত শর্মা থেকে এগিয়ে রয়েছেন।

টেস্টে সবশেষ ৫ বছরে এতটা রান খরায় ভুগেননি রোহিত। বছরের হিসাবে ২০২২ সালে গড় ৩০ হলেও সেবার খেলেছিলেন মাত্র তিন ইনিংস। বাকি বছরগুলোতে রোহিতের গড় ছিলো ৪০ এর বেশি। যেখানে চলতি বছরে ভারতীয় ক্যাপ্টেনের ব্যাটিং গড় মাত্র ২৮। 

অজিদের বিপক্ষে এ বছরে আরও দুটি টেস্ট খেলবে ভারত। সব ঠিক থাকলে বাকি ম্যাচগুলোতে খেলবেন রোহিত শর্মা। তাতে রান না পেলে গড়ের হিসাবে ২০২৪ সাল লজ্জার রেকর্ড হয়ে থাকবে রোহিতের সাদা পোশাকের ক্যারিয়ারে। 

এমআই