Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশে আসলেন ফাহমিদুল, জাতীয় দলে জায়গা হবে তো?

বাংলাদেশে আসলেন ফাহমিদুল, জাতীয় দলে জায়গা হবে তো?

খেলা ডেস্ক

২৮ মে ২০২৫, ১৪:২০

বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনুসরণ করেন, এমন সবাই হয়তো ফাহমিদুলকে চিনে থাকবেন। গেল মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে বাংলাদেশের প্রাথমিক দলে ছিলেন এই ফুটবলার। ইতালির ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা ফাহমিদুল আবার ফিরেছেন বাংলাদেশের ডেরায়। সিঙ্গাপুরের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।

আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ক্যাম্পে যোগ দিতে ইতোমধ্যে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে আজ (২৮ মে) সকাল আটটা নাগাদ ঢাকা পৌঁছান তিনি। 

ফাহমিদুলকে বরণ করতে ঢাকা বিমানবন্দরে এসেছেন বাফুফের প্রটোকল অফিসার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে বাংলাদেশের টিম হোটেলে নিয়ে যাওয়া হবে । আগামী পরশু দিন অন্য জাতীয় দলে ডাক পাওয়া অন্য ফুটবলারও যোগ দেবেন। সবার আগে ফাহমিদুল আসলেন। 

মার্চ উইন্ডোতে সৌদি আরবে দলের সঙ্গে ছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। কিন্তু কোচের মন জয় করতে না পারায় এ ফুটবলারকে বাদ দিয়ে দেশে ফিরে বাংলাদেশ দল। এরপর প্রচন্ড সমালোচনার মুখে পড়েন বাংলাদেশি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তাকে দলে ফেরানোর জন্য বিক্ষোভ মিছিলও করেছিলেন সমর্থকরা।

এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতিকে তলব করেছিলেন। সম্ভাবনাময় খেলোয়াড়কে কোচ ঢাকায় না আনায় বাফুফে কর্মকর্তারাও বিস্মিত ছিলেন। জাতীয় দল কমিটির সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকেও ফাহমিদুল নিয়ে বড় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল।

এবার এক প্রকার বাধ্য হয়েই পুনরায় ফাহমিদুলকে জাতীয় দলের ক্যাম্পে ডেকে পাঠান বাংলাদেশের প্রধান কোচ। ইতালি প্রবাসী এ ফুটবলারের অনুশীলন এবার কাছ থেকে দেখবে ভক্ত-সমর্থকেরা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদুলের সুযোগ পাওয়া অনিশ্চিতই বলা চলে।

এশিয়ান কাপের বাছাইয়ের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ইতোমধ্যে একটি দলের খসড়া করে রেখেছে বাফুফে। যেখানে হামজার সঙ্গে সামিত সোম থাকলেও ফাহমিদুলকে নিয়ে কোনো ভাবনা নেই বাফুফের। তবে অনুশীলনে ক্যাবরেরার মন জয় করতে পারলে হয়তো ২৩ জনের দলে জায়গা হতেও পারে এই প্রবাসী ফুটবলারের।

এমআই