
উগান্ডা থেকেও কেনা হয়েছে হামজাদের ম্যাচের টিকিট!
খেলা ডেস্ক
২৭ মে ২০২৫, ১৯:৩৯
দেশের ক্রীড়াঙ্গনের বড় নাম এখন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার ফুটবলাঙ্গনে বিপ্লব ঘটেছে। এক হামজার উন্মাদনায় ফুটবলে দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। আগামী ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ খেলতে দেশে ফিরছেন হামজা চৌধুরী।
ঘরের মাটিতে এটাই হবে হামজার প্রথম ম্যাচ। তারকা ফুটবলারকে কাছ থেকে দেখতে এ ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ প্রবল। ইতোমধ্যে অনলাইনে বিক্রি করা সব টিকিট শেষ হয়ে গেছে। যদিও ঘন্টার পর ঘন্টা টিকিট কেনার চেষ্টা করেও অনলাইনে টিকিট কিনতে পারেননি হাজার হাজার দর্শক।
আজ বিকেলে বাফুফের এই ম্যাচের টিকিটিং পার্টনার টিকিফাই তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘টিকিট সেলস ক্লোজড।’ ওয়েবসাইটে নিচের লে আউটে গ্যালারীর বিভিন্ন অংশ টিকিট বিক্রিত প্রদর্শন করছে। নিচে লেখা ‘সোল্ড আউট’ আর উপরে ‘টিকিট সেলস ক্লোজড’ এই দুইয়ের অর্থ সাধারণ ফুটবলপ্রেমীদের আর টিকিট সংগ্রহের সুযোগ নেই।
বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়ালও টিকিট শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের অনলাইনে যে টিকিট ছিল সব বিক্রি হয়েছে। এখন আমরা ফরেনসিক করব। কোনো টিকিট মিসম্যাচ থাকলে সেটা দেখব। যদি কোনো টিকিট মিসিং বা অবশিষ্ট ২-১ টা থাকে সেটাও আমরা অনলাইনে দেব।’
এদিকে বাংলাদেশ ছাড়াও উগান্ডা, অস্ট্রেলিয়া থেকে এ ম্যাচের টিকিট কেনা হয়েছে বলে জানিয়েছেন তাজওয়ার আউয়াল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া, আমেরিকা এমনকি উগান্ডা থেকেও এ ম্যাচের টিকিট কাটা হয়েছে। অনেক প্রবাসী এই ম্যাচের টিকিট কেটেছে দেশের বাইরে থেকে। হয়তো ঈদের ছুটিতে দেশে আসবে এজন্য।’
উগান্ডা থেকে আসলেই টিকিট কাটা হয়েছিল কি না, নাকি অনলাইনেও টিকিট কারসাজি হয়েছে। তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে বাফুফে এই ম্যাচ আয়োজনের টিকিট বিক্রির দায়িত্ব টিকিফাইকে দিয়ে ইতোমধ্যে প্রশ্নের মধ্যে পড়েছে। তাদের ওয়েবসাইট ম্যানেজম্যান্ট বেশ দুর্বল ও ভোগান্তির।
এমআই